বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

জনপ্রতিনিধিদের অযাচিত
হস্তক্ষেপেই কোপ আন্দোলনে
আইএনটিটিইউসি জেলা নেতাদের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বারাসত: শ্রমিক আন্দোলনে জনপ্রতিনিধিদের অযাচিত হস্তক্ষেপের জেরে মাঝপথে তা হারিয়ে যাচ্ছে, থমকে যাচ্ছে। শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। রাজ্য নেতৃত্বকে অনুরোধ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হোক। বুধবার বারাসতের রবীন্দ্রভবনে আইএনটিটিইউসির কর্মী সম্মেলনে এমনই মন্তব্য করলেন বিধাননগরের আইএনটিটিইউসির সম্পাদক শেখ আনোয়ার হোসেন। জানা গিয়েছে, বুধবার বারাসতের রবীন্দ্রভবনে আইএনটিইউসির কর্মী সম্মেলন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ, সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নির্মল ঘোষ, নারায়ণ গোস্বামী, সাংগঠনিক জেলার সংগঠনের সভাপতি তাপস দাশগুপ্ত প্রমুখ। মঞ্চে আনোয়ার বলেন, আমরা উচ্চনেতৃত্বের কাছে লাঞ্ছিত। শ্রমিকদের দাবিতে আন্দোলনে প্রতিবন্ধকতা তৈরি করেন বিধায়ক, সাংসদ থেকে কাউন্সিলাররা। অনেক আন্দোলনে মাঝপথেই মৃত্যুবরণ করে। অনেক আন্দোলন শেষ মুহূর্তে ঊর্ধ্বতন নেতৃত্বের অঙ্গুলিহেলনে ভেঙে যায়।
আনোয়ার হোসেনের কথায় সহমত পোষণ করেন দক্ষিণ ২৪ পরগনা জেলার আইএনটিটিউসির সভাপতি শক্তিপদ মন্ডল। তিনি বলেন, আমরা আন্দোলন করতে গেলে জনপ্রতিনিধিরা তা বন্ধ করে দেন। এরপর শক্তিপদ আরও বলেন,গরিব ছেলেরা অটো বের করলে, কিংবা লাইনে অটো দাঁড় করালে টাকা দিতে হয়। পরে শক্তিপদর সংযোজন, টাকা না দিলে অটো চলে না। পিছন থেকে ঘুষ দিয়ে অটো চালাতে হয়। ফলত,বেআইনি অটোর সংখ্যা বেড়ে গেছে। যারা রুটে চলার অনুমতি পান, তারা চালাতে পারেন না। তবে, শ্রমিক সংগঠনেসর প্রতিনিধিদের এহেন অভিযোগ গুরুত্ব দিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
বারাসতে আইএনটিটিইউসির কর্মী সম্মেলন। -নিজস্ব চিত্র

1st     June,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ