বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

অনটন জয় করে মাধ্যমিকে ৫৯০
সেনাবাহিনীতে যেতে চায় প্রেরণা
দমদম শ্রী অরবিন্দ বিদ্যামন্দির

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: এক চিলতে ঘর। বাবা কারখানার শ্রমিক। বাড়িতে অনটন। দিন গুজরান কোনওরকমে হয়। তবে আর্থিক অনটনকে জয় করে মাধ্যমিকে ৫৯০ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল দমদম শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের ছাত্রী প্রেরণা সিং। ভবিষ্যতে সে সেনাবাহিনীতে যোগ দিতে চায়। তার সাফল্যে খুশি পরিবার। আনন্দিত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। প্রেরণার পাশাপাশি এবার সবার নজর ছিল মাধমিক পরীক্ষার্থী আকিবা খাতুনের দিকে। সে দমদম শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরেরই ছাত্রী। পরীক্ষা চলাকালীন পেটে যন্ত্রণা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। হয়েছিল অস্ত্রোপচার। অপারেশনের পর আকিবা আরজি কর হাসপাতালের বেডে শুয়ে মাধ্যমিক শেষ করে। সে উত্তীর্ণ হয়েছে। তাকে নিয়ে গর্বিত শিক্ষক-শিক্ষিকা ও তার পরিবার।
প্রেরণা পূর্ব সিঁথি রোডের ধারে থাকে। তার বাবা বিমল সিং প্লাস্টিক  কারখানার শ্রমিক। করোনার সময় প্রায় দেড় বছর কর্মহীন অবস্থায় বাড়িতে বসে ছিলেন। ঋণের বোঝা রয়েছে তাঁর মাথার ওপর। কিন্তু মেয়ের পড়াশোনার ক্ষেত্রে সে সব বাধা হয়ে দাঁড়ায়নি। এই সাফল্যে হাসি ফুটেছে তাঁর মুখে। প্রেরণা পেয়েছে ৫৯০। ৮৪ শতাংশ নম্বর পেয়েছে সে। বাংলায় ৯০, ইংরেজিতে ৮৬, অঙ্কে ৯২, পদার্থ বিজ্ঞানে ৯০, জীবন বিজ্ঞানে ৮০, ইতিহাসে ৮০ এবং ভূগোলে ৭২ নম্বর পেয়েছে। অরবিন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক অসীমকুমার নন্দ বলেন, ‘প্রেরণা আমাদের স্কুলে বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হচ্ছে। আমরা সবরকমভাবে সাহায্য করব। ও যাতে সেনাবাহিনীতে যোগ দিতে পারে তার জন্য সাহায্য করারও চেষ্টা করব।’

26th     May,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ