বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

মানিকতলায় দোকানির হাতে
খুন ভ্যানচালক, ধৃত অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দোকানের সামনে ভ্যান রাখা নিয়ে দুই বন্ধুর মধ্যে বচসা, তার জেরেই এক মুদি দোকানির হাতে খুন হলেন ভ্যানচালক। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ মানিকতলা থানার বাগমারি রোডে এই খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মুদি দোকানের মালিক আকাশ রায়কে (৩১)। মৃতের নাম ঋজু দে (২৯)। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের বক্তব্য, আকাশ মাদকাসক্ত। তার বাড়িতে নাকি গাঁজার গাছও আছে। ঘটনার সময় সে নেশাগ্রস্ত ছিল। আদপে এই ঋজু ও আকাশ বন্ধু। পাশে রেললাইনের ধারে নেশার ঠেকেও তাদের একাধিকবার দেখা গিয়েছে। 
স্থানীয় সূত্রের খবর, ভ্যানচালক ঋজু প্রতিদিনই ওই মুদি দোকানের সামনে তাঁর ভ্যানটি রাখতেন। কারণ, দীর্ঘদিন ধরেই ওই দোকানটি বন্ধ অবস্থায় পড়ে ছিল। এদিন সকালে দোকান খুলে পরিষ্কার করা শুরু করে আকাশ। ঋজু বিকেলের দিকে ভ্যানটি ওই দোকানের সামনেই রাখেন। স্থানীয়দের বক্তব্য, ভ্যান দেখেই আকাশ চেঁচামেচি শুরু করে। এ নিয়ে দু’জনের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। একটা সময় হাতাহাতির পর্যায়ে চলে যায় এই বিরোধ। সেইসময় দু’জনেই মুদি দোকানের ভিতরে ঢুকে পড়ে। আকাশ আচমকা একটি ছুরি বের করে ঋজুর বুকে কোপাতে শুরু করে। প্রত্যক্ষদর্শী বুবাই দে’র বক্তব্য, ‘রক্তে ভেসে যায় দোকান। আমরা সকলেই তখন হতবাক। ঋজুকে কোপানোর পর দোকান থেকে বেরিয়ে রাস্তায় পড়ে যায় আকাশ।’ স্থানীয় লোকজনই মানিকতলা থানায় খবর দেন। পুলিস এসে অভিযুক্তকে আটক করে। ঋজুকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। শরীরের বিভিন্ন জায়গায় একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, আকাশ মানসিকভাবেও সুস্থ নয়। 

26th     May,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ