বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

পথশ্রী-রাস্তাশ্রী ছাড়া ১৯টি রাস্তা
তৈরি করছে হুগলি জেলা পরিষদ
বরাদ্দ ৫৯ কোটি

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: যোগাযোগ ব্যবস্থাকে কার্যত ঘরের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পদক্ষেপ করছে হুগলি জেলা পরিষদ। সারাবছর ধরে জেলা পরিষদ দফায় দফায় রাস্তা তৈরি করেছে। হয়েছে সংস্কার কাজও। পথশ্রী ও রাস্তাশ্রী’র একগুচ্ছ রাস্তা এই জেলায় অনুমোদন পেয়েছে। এবার পরিষদ বোর্ডের মেয়াদের শেষলগ্নে এসে অবারও ১৯টি রাস্তার কাজে হাত দিল হুগলি। গত সপ্তাহের শেষে রাস্তাগুলির টেন্ডার করার কাজ শেষ হয়ে গিয়েছে। পরিষদ কর্তাদের দাবি, উন্নতমানের ওই রাস্তাগুলির জন্য ৫৯  কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাস্তার কাজ এমাসেই শুরু করতে আগ্রহী ঠিকাদারদের নির্দেশ দেওয়া হবে।
পরিষদ কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রত্যেকটি রাস্তা হবে গড়ে ৪ কিমি লম্বা। জুলাইয়ের মাঝামাঝি রাস্তার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন, গত একবছরে আমরা অন্তত ২৪০টি নতুন রাস্তা তৈরি করেছি। চলতি বোর্ডের প্রথম থেকেই ধারাবাহিকভাবে রাস্তার কাজ অনুমোদন করা হচ্ছে। ঘোষিত সমস্ত রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। অনুমোদন ও বরাদ্দ দেওয়া হয়েছে এবার ১৯টি রাস্তার। মোট ৭৬ কিমি নতুন রাস্তা নির্মাণের টেন্ডার হয়ে গিয়েছে।
জেলা পরিষদ সূত্রের খবর, এই বোর্ডের প্রথম বাজেটেই জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর থেকে ধারাবাহিকভাবে হুগলিতে নতুন রাস্তা তৈরির কাজ হয়েছে। পাল্লা দিয়ে হয়েছে সংস্কারের কাজ। ২০১৯ সালে জেলার রাস্তা তৈরির কাজ সুষ্ঠুভাবে করতে একটি রোড ব্যাঙ্ক তৈরি করা হয়। কত রাস্তা প্রয়োজন, তার খতিয়ান সামনে থাকায় কাজে গতি বাড়ে। এজন্যই প্রায় প্রতিমাসে অন্তত দশটি করে রাস্তা তৈরির পরিকল্পনা করতে পেরেছে জেলা পরিষদ।
জেলায় সদ্য ৬২৫টি রাস্তা অনুমোদন পেয়েছে। রাজ্য সরকারের রাস্তাশ্রী ও পথশ্রী প্রকল্পে সেগুলি তৈরি হবে। কিন্তু তাতেও জেলা পরিষদ নিজস্ব রাস্তা তৈরির কাজ বন্ধ করেনি। গত এপ্রিলে মোট ১২ কোটি টাকায় ১৮টি রাস্তার অনুমোদন দেওয়া হয়। সেই ছোট রাস্তাগুলির পরে এবার বড় রাস্তা তৈরির জন্য ফের টেন্ডার করল জেলা পরিষদ। গড়ে ৪ কিমি লম্বা রাস্তাগুলি জেলার প্রায় সবক’টি ব্লক একটি করে পাবে। পরিষদ কর্তাদের দাবি, পাড়ায় রাস্তা আগেই হয়েছে। 
এবার প্রায় প্রতিটি বাড়ি সরাসরি জেলা পরিষদের রাস্তা পরিষেবার আওতায় আসতে চলেছে। 

26th     May,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ