বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

রাসবিহারী মোড়ে রেস্তরাঁয় আগুন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভরসন্ধ্যায় রাসবিহারী মোড়ে একটি রেস্তরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। বুধবার, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ওই খাবারের দোকানে আগুন লাগে। দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে।
স্থানীয় ও দমকল সূত্রে খবর, ওই রেস্তরাঁর রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ফেটে বা ওভেনে কোনওভাবে আগুন লেগে যায়। আচমকা দাউ দাউ করে জ্বলে ওঠে রান্নাঘর। দোকান থেকে গ্রাহকরা ছুটে বাইরে রাস্তায় চলে আসেন। লাগোয়া আরও একটি নামী খাবারের দোকান রয়েছে। সেটিও ফাঁকা করে দেওয়া হয়। সামনেই রয়েছে কালীঘাট দমকলকেন্দ্র। সেখান থেকে প্রথমে একটি ইঞ্জিন আসে। পরে আরও চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে, দমকলকর্মীদের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়েনি। আধঘণ্টার মধ্যেই আয়ত্তে আসে আগুন। ভরসন্ধ্যায় এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তাতেও যানজট দেখা দেয়।

30th     March,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ