বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

জোড়া মিছিলে মৌলালিতে ব্যাপক
যানজট, স্বাভাবিক ধর্মতলা চত্বর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে দিনভর রাজনৈতিক ইভেন্ট। শাসক-বিরোধী দু’পক্ষের ধর্না, মিছিলের জেরে প্রভাব পড়ল রাস্তায়। সপ্তাহের তৃতীয় কাজের দিনে যানবাহন চলাচলে কোথাও হাল্কা চাপ, আবার কোথাও দীর্ঘক্ষণ যানজটে ফেঁসে গলদঘর্ম অবস্থা হল আম জনতার। বাম ও কংগ্রেসের যৌথ মিছিল ছিল মৌলালি থেকে পার্ক সার্কাস পর্যন্ত। দুপুরের পরে এই মিছিল শুরু হয়। তার জেরে শিয়ালদহ, মৌলালি, নোনাপুকুর, মল্লিকবাজার চত্বরে ব্যাপক যানজট দেখা যায়। শ্যামবাজারে রাস্তার উপরে বিজেপি’র ধর্না মঞ্চের জেরে পাঁচমাথার মোড়ে যানবাহন আটকে থাকে বেশ কিছুক্ষণ। যদিও অন্যদিকে, ধর্মতলার কাছে শাসকদলের জোড়া রাজনৈতিক কর্মসূচি থাকলেও তেমন যানজট চোখে পড়েনি। সাফল্যের সঙ্গেই যানবাহন নিয়ন্ত্রণ করেছে কলকাতা পুলিস।
এদিন বিকেল ৪টে নাগাদ শিয়ালদহ ব্রিজের উপর যানবাহন প্রায় স্থির হয়ে যায়। পরপর দাঁড়িয়ে যায় বাস। মৌলালি মোড় থেকে এনআরএস হাসপাতাল পেরিয়ে শিয়ালদহ ব্রিজের উপরে উঠে যায় বাস ও অন্যান্য গাড়ির সারি। হাসপাতালে ঢোকার মুখে যানজট থাকায় বেশ কিছুক্ষণ আটকে ছিল দু’টি অ্যাম্বুলেন্স। যদিও পরে পুলিসি তৎপরতায় অ্যাম্বুলেন্স দু’টিকে সার্ভিস রোড দিয়ে হাসপাতালে ঢোকানো হয়। মিছিলের জেরে মৌলালি ক্রসিংয়ে যান নিয়ন্ত্রণ শুরু হয়। তবে এজেসি বোস রোড ধরে এই মিছিলটি পার্ক সার্কাসের দিকে যাওয়ায় গাড়ির গতি শ্লথ হয়ে যায়। বিকেল ৫টার পর ওই রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে, এদিন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় প্রচুর মানুষ শহিদ মিনার ময়দানে সমবেত হন। তার জেরে বেলার দিকে রেড রোড কানেক্টরে যানবাহনের হাল্কা চাপ ছিল। যদিও সেখানে ট্রাফিক বিভাগের ডিসি পদমর্যাদার অফিসাররা উপস্থিত ছিলেন। রেড রোডে মুখ্যমন্ত্রীর ধর্না মঞ্চ থাকলেও সেখানে যানজট হয়নি। এদিন সন্ধ্যায় অভিষেক মুখ্যমন্ত্রীর ধর্না মঞ্চে যোগ দেওয়ার পর রেড রোডে গাড়ি চলাচল বন্ধ করে দেয় পুলিস। মেয়ো রোড দিয়ে সব গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়। 

30th     March,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ