বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

স্কুল থেকে ফেরার পথে
দুর্ঘটনা, মৃত কাকা-ভাইপো

সংবাদদাতা, উলুবেড়িয়া: স্কুল থেকে হেঁটেই বাড়ি ফিরছিল তিন শিশু। পথে বাইক নিয়ে এক শিশুর কাকার সঙ্গে দেখা। ওই কাকাই তিন শিশুকে বাইকে চাপিয়ে নিয়ে বাড়ি নিয়ে যেতে চান। কিন্তু বাড়ি ফেরার পথে উল্টো দিক থেকে আসা আরেক বাইকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় মৃত্যু হয় কাকা ও ভাইপোর। বুধবার বিকেলে, উলুবেড়িয়া শ্যামপুর রোডে কালীনগর চৌরাস্তায়। মৃতদের নাম শেখ বাদশা আলি (৩৫) এবং শেখ আরিয়ান (৭)। দুর্ঘটনায় বাইকে থাকা অন্য দুই শিশু সহ অপর বাইক আরোহী আহত হয়েছেন। তাদের উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তার মধ্যে শেখ আল আমিন নামে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। তাকে কলকাতায় পাঠানো হয়েছে। উলুবেড়িয়া থানার পুলিস মৃতদেহ দু’টি ময়নাতদন্তে পাঠিয়েছে।
বুধবার বিকেলে কালীনগর প্রাথমিক বিদ্যালয়ের তিন ছাত্র শেখ আরিয়ান, শেখ আল আমিন ও শেখ আক্রামিন ছুটির পর বাড়ি ফিরছিল। প্রথমে তারা পায়ে হেঁটেই বাড়ি ফিরছিল। কিন্তু পথে শেখ বাদশা আলি ওই তিন শিশুকে তার বাইকে তুলে নেন। এরপর পথে কালীনগর চৌরাস্তার কাছে উল্টোদিক থেকে আসা একটি বাইকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তিন শিশু সহ পাঁচজনেই রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে নিয়ে যান। চিকিৎসক শেখ বাদশা আলি ও শেখ আরিয়ানকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, এদিন বিকেলে এক ব্যক্তি বাইক চালিয়ে উলুবেড়িয়ার দিকে যাচ্ছিলেন। তখন কালীনগর চৌরাস্তার কাছে সামনে থাকা একটি ছোট হাতি গাড়িকে তিনি ওভারটেক করতে যান। আর তা করতে গিয়েই উল্টোদিক থেকে আসা বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁর।
দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। বুধবার তোলা নিজস্ব চিত্র।

30th     March,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ