বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

দিদিকে দেখতে কলকাতার
পথে মহিলা থেকে বৃদ্ধরাও

সংবাদদাতা, উলুবেড়িয়া: তাঁদের জন্য দাবি আদায় করতে কলকাতার রেড রোডে ধর্নায় বসবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর শহিদ মিনার ময়দানে জনসভায় বক্তব্য পেশ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির শুনে আর অপেক্ষা করেননি পূর্ব মেদিনীপুরে নন্দকুমারের বাসিন্দা বছর পঁয়ষট্টির হারাধন বাগ অথবা বছর ষাটের কল্পনা বাজানিরা। দিদিকে সামনে থেকে দেখতে নিজের একরত্তি মেয়েকে সঙ্গে নিয়ে বুধবার সকালে বাসে করে কলকাতার দিকে পাড়ি দিয়েছেন বছর তিরিশের সন্ধ্যা মণ্ডলও। 
বুধবার তৃণমূল যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদের ডাকে শহিদ মিনার ময়দানে জনসভা ছিল। মূল বক্তা অভিষেক বন্ধ্যোপাধ্যায়। এই উপলক্ষে বুধবার সকাল থেকেই বাস সহ বিভিন্ন যানবাহনে করে কলকাতার উদ্দেশে পাড়ি দিয়েছিলেন দলের ছাত্র-যুবরা। তবে শুধু ছাত্র-যুবরাই নন, তাঁদের সঙ্গেই দেখা গেল দলের মহিলা কর্মী, সমর্থকদেরও। বাদ যাননি বৃদ্ধ-বৃদ্ধারাও। এদিন ১৬ নং জাতীয় সড়ক ধরে বাসে করে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি বাস। বেলা ১২টা নাগাদ বাসের যাত্রীদের খাওয়ার জন্য জেলেপাড়া ব্রিজের পাশে থামে সেটি। দেখা গেল, ছাত্র-যুবদের সঙ্গে বাস থেকে নামছেন মহিলা, বৃদ্ধ-বৃদ্ধারাও। তাঁরা বললেন, ছাত্র-যুবদের মুখেই শুনেছিলাম, সভাস্থল থেকে কিছুটা দূরে দিদি আমাদের দাবি আদায়ের জন্য ধর্নায় বসবেন। তাই দিদিকে দেখার এই সুযোগটা ছাড়তে চাইনি। সকালেই বাড়ি থেকে বেরিয়ে পড়ছি। তবে শুধু দিদিকে দেখাই নয়, অভিষেকের বক্তব্যও শুনে ফিরব।
শহিদ মিনারের উদ্দেশে মহিলারা। -নিজস্ব চিত্র

30th     March,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ