বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

নদী থেকে সাদা বালি তুলতে দেওয়ার দাবি
জলপথে অভিনব প্রতিবাদ

সংবাদদাতা, উলুবেড়িয়া: দীর্ঘ কয়েক মাস ধরে রূপনারায়ণ নদী থেকে সাদা বালি তোলা বন্ধ। আর তাতে সমস্যায় পড়েছে শ্যামপুরের পাঁচসেরা গ্রামের কয়েকশো পরিবার। তাদের অভিযোগ, নদী থেকে সাদা বালি তোলার সময় পুলিস, প্রশাসন নানাভাবে হেনস্তা করছে। এর প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গ নৌকাজীবী শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নৌকায় এক অভিনব মিছিল  সংগঠিত হয়। এদিন সকালে রূপনারায়ণ ও হুগলি নদীর সংযোগস্থল হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গাদিয়াড়া থেকে নদীপথে মিছিল করা হয়। গাদিয়াড়া থেকে নৌকায় মিছিল শুরু হয়ে পূর্ব মেদিনীপুরের গেঁওখালি, নারানপুর, মায়াচর, হাওড়ার ডিহিমণ্ডলঘাট হয়ে পূর্ব মেদিনীপুরের তমলুকে গিয়ে শেষ হয়।
নৌকাজীবীদের অভিযোগ, বংশপরম্পরায় আমরা নদী থেকে সাদা বালি তুলি। কিন্তু দীর্ঘ কয়েকমাস ধরে পুলিস প্রশাসনের বাধায় আমরা এই কাজ করতে পারছি না। রোদ-জলে থেকে নৌকাগুলিও নষ্ট হয়ে যাচ্ছে। অবিলম্বে রয়ালটি নিয়ে নদী থেকে সাদা বালি তুলতে দেওয়ার দাবি জানান তাঁরা। এই আন্দোলন প্রসঙ্গে ইউনিয়নের সাধারণ সম্পাদক উত্তম রায়চৌধুরী জানান, নৌকাজীবীরা মাঝ নদী থেকে সাদা বালি তুলে জীবিকা নির্বাহ করেন। যদিও মাঝেমধ্যেই তাঁদের পুলিস গ্রেপ্তার করছে, বিভিন্ন ধারায় মামলা রুজু করছে। ফলে চরম সমস্যায় পড়েছে এইসব নৌকাজীবী পরিবার। অবিলম্বে নদী থেকে সাদা বালি তোলার অনুমতি দেওয়া হোক। আর তা না হলে এইসব নৌকাজীবীদের বিকল্প কর্ম সংস্থানের ব্যবস্থা করা হোক।  নিজস্ব চিত্র

29th     March,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ