বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

প্রতীক্ষালয় উদ্বোধনের আগেই
বন্ধ হয়ে গেল একমাত্র বাস রুট
সুভাষগ্রাম

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কথা ছিল উদ্বোধন হবে যাত্রী প্রতীক্ষালয়ের। তারই অপেক্ষায় দিন গুনছিলেন স্থানীয় যাত্রীরা। কিন্তু তার আগেই বন্ধ হয়ে গেল এলাকার একমাত্র বাস রুট। সুভাষগ্রাম থেকে কলকাতা স্টেশনে যেত জেএম ২ নম্বর বাস। সেই বাসই যখন নেই, তখন এই যাত্রী প্রতীক্ষালয়ের অর্থ কী? স্ট্যান্ডটি বর্তমানে কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। মালিকরা বাস চালানোর খরচ জোটাতে পারছেন না। ফলে দিনের পর দিন বাড়ছে লোকসানের বহর। এ কারণেই বাস রুট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। 
সোনারপুর, রাজপুর, সুভাষগ্রাম সহ পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ এই বাসের উপর নির্ভরশীল ছিলেন। দক্ষিণ থেকে উত্তর শহরতলির বিভিন্ন জায়গায় যেত এই বাস। আচমকা তা বন্ধ হয়ে যাওয়ায় এখন বিপাকে পড়েছেন যাত্রীরা। কোদালিয়ার এক মহিলা বলেন, এই বাসে করেই রুবির মোড়ে অফিসে যেতাম। হঠাৎ রুট বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। সুভাষগ্রামের আরেক যাত্রীর কথায়, অফিস টাইমে বাসে খুব ভিড় হয়। এই বাসটি বাড়ির সামনে থেকে ছাড়ত বলে বসার জায়গা পেতাম। এখন আর সেই সুযোগ নেই। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই রুটে মোট ১৩টি বাস চলত। কিন্তু দিনের পর দিন লোকসান বাড়তে থাকায় বাসের সংখ্যা কমতে থাকে। এদিকে, এই বাসের যাত্রীদের সুবিধার্থে নতুন করে একটি প্রতীক্ষালয় তৈরি করা হল। তারজন্য টাকাও খরচ হল প্রশাসনের। এই বাসস্ট্যান্ড আর কোনও কাজে লাগবে না। রাজপুর টাউন আইএনটিটিইউসি’র সভাপতি দীপক দাস বলেন, আয় কমে যাওয়ায় কর্মীদের বেতন দিতে পারছিলেন না মালিকরা। তাই তাঁরা শেষমেশ বন্ধই করে দিলেন বাস। তবে এখানে ছোট বাস চালানো যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে।
প্রতীক্ষালয়।-নিজস্ব চিত্র

29th     March,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ