বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

মাটি নরম, গঙ্গাসাগর সমুদ্রতটে
টেট্রাপড ফেলার কাজ বিঘ্নিত
ভাঙন রোধ

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মুম্বইয়ের মেরিন ড্রাইভের ধাঁচে গঙ্গাসাগরের ভাঙন রোধে টেট্রাপড বসানো হবে। এই কাজ শুরুও করেছিল সেচদপ্তর। কিন্তু সমস্যা হল, যেখানে এই ত্রিভুজ আকারের কংক্রিট ফেলা হবে, সেখানে সেগুলি নিয়ে যাওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ, তটের মাটি এতটাই নরম যে জেসিবি বা অন্যান্য বাহনের চাকা বসে যাচ্ছে। তাই বিকল্প উপায় বের করেই এই কাজ ফের শুরু করা হবে বলে জানা গিয়েছে। এক আধিকারিক বলেন, কাজ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু কিছু প্রতিকূলতার কারণে আপাতত তা থমকে গিয়েছে। শীঘ্রই অন্য উপায় বের করে ফের শুরু হবে। 
বিগত কয়েক বছরে যেভাবে সাগরে ভাঙন হয়েছে, তাতে কপিলমুনি মন্দির টিকিয়ে রাখাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। ঢেউয়ের ঝাপটা থেকে সমুদ্র সৈকতের বাঁধ রক্ষা করতে তাই এই টেট্রাপড প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নেয় রাজ্য। 
চলতি বছরের গঙ্গাসাগর মেলার আগেই এই কাজ শুরু হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে যায়। সাগরের ১ থেকে ৩ নম্বর বিচ পর্যন্ত এই টেট্রাপড ফেলার কাজ হবে বলে জানা গিয়েছে। বর্তমানে গঙ্গাসাগরেই এগুলি তৈরি করছেন নির্মাণ শ্রমিকরা। তারপর তা ক্রেন, জেসিবি বা অন্যান্য বাহনের মাধ্যমে বিচ পর্যন্ত আনা  হচ্ছে। 
ভাটার সময় বিচের যে প্রান্ত পর্যন্ত জল আসে (লোয়েস্ট পয়েন্ট), সেখানেই এই ত্রিভুজ আকারের কংক্রিটগুলি ফেলা হবে বলে ঠিক হয়েছিল। তাতে ঢেউ সেখানেই ভেঙে যাবে। বিচের উপর তার প্রভাব পড়বে না। কিন্তু ততটা নিয়ে যেতেই এখন সমস্যা তৈরি হয়েছে। আধিকারিকদের মতে, মাটি এতটাই খারাপ, যে গাড়ি যেতেই পারছে না। 

29th     March,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ