বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

দুয়ারে সরকারের জন্য পুর স্কুলে
পড়াশোনা ব্যাহত হবে না: মেয়র

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুয়ারে সরকার শিবিরের কাজে পুরসভার কর্মী এবং শিক্ষক-শিক্ষিকাদের নিযুক্ত করা হলেও পরিষেবা দিতে সমস্যা হবে না। শুক্রবার জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।  এক এপ্রিল থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির। চলবে ২০ এপ্রিল পর্যন্ত।  পুরসভার ৭৪২ জন কর্মী-আধিকারিক কলকাতার শিবিরগুলির কাজে যুক্ত থাকবেন। তার মধ্যে রয়েছেন ৩৩০ জন শিক্ষক-শিক্ষিকা। পুরসভার শিক্ষা বিভাগে ৮১৩ জন শিক্ষক রয়েছেন। তার থেকে ৩৩০ জনকে শিবিরের কাজে নিযুক্ত করা হলে পুর স্কুলে পঠনপাঠন কী করে হবে? ছাত্র-ছাত্রীদের পড়াবেন কারা? আর কর্মীরা শিবিরে চলে গেলে পরিষেবার কাজ চলবে কীভাবে? এর পরিপ্রেক্ষিতে মেয়রের বক্তব্য, ‘বেশিরভাগ শিবির শনি, রবি ও ছুটির দিন করার চেষ্টা চলছে। ফলে সমস্যা হবে না।’ তিনি জানান, মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকার শিবির করা হচ্ছে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে অনেকেই সরকারি অফিসে আসতে পারেন না। মানুষের বাড়ির কাছে ক্যাম্প হলে এই সুযোগ সুবিধাগুলি  নিশ্চিতভাবে পাবেন তাঁরা।

25th     March,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ