বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

 ধ্রুপদী ভাষার শিরোপা, বাংলার
জন্য এখন স্রেফ সময়ের অপেক্ষা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সব ঠিকঠাক থাকলে বাংলা ভাষার ‘ধ্রুপদী ভাষা’ তকমা পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। ইতিমধ্যে ছ’টি ভাষা কেন্দ্রের কাছ থেকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে। ইন্দো-ইউরোপীয় ভাষা হিসেবে বাংলার স্বীকৃতির দাবিও জোরালো হয়ে উঠেছিল। যুক্তি ছিল, ওড়িয়া এই তকমা পেলে বাংলারও পাওয়া উচিত। সেই লক্ষ্যেই ‘ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ’কে গবেষণা চালানোর দায়িত্ব দিয়েছিল উচ্চশিক্ষা দপ্তর। সেই গবেষণায় বাংলার প্রাচীনত্বের নমুনা মিলেছে বলেই খবর। মে’তে সেই রিপোর্ট দপ্তরে জমা পড়ার কথা।
আইএসএলআরের অধিকর্তা স্বাতী গুহ বলেন, গবেষণা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কিছু অফিসিয়াল কাজকর্ম বাকি রয়েছে। তারপরে এটি রাজ্য সরকারের অনুমোদন সাপেক্ষে সংস্কৃতি মন্ত্রকে জমা পড়বে। প্রসঙ্গত, একটি ভাষার ক্লাসিকাল বা ধ্রুপদী তকমা পাওয়ার জন্য বেশ কিছু যোগ্যতামান বেঁধে দিয়েছে কেন্দ্র। বলা হয়েছে, সংশ্লিষ্ট ভাষাটিকে ১৫০০ থেকে দু’হাজার বছর পুরনো হতে হবে। অন্য কোনও ভাষা থেকে সেই ভাষা এবং সংস্কৃতি উদ্ভূত না হওয়া আবশ্যিক। প্রজন্মের পর প্রজন্ম ওই ভাষাভাষীর মানুষ সংশ্লিষ্ট ভাষাটির প্রাচীন লিখিত রূপকে ঐতিহ্য হিসেবে দেখেছে কি না, সেটাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ওই ভাষায় ১০০০ বছরের কোনও লিখিত প্রামাণ্য থাকার কথাও পরে জানিয়েছে কেন্দ্র। এসব মাপকাঠিতে এখনও বাংলা সেই শিরোপা পায়নি। এ প্রসঙ্গে স্বাতীদেবী বলেন, যে মাপকাঠি ধার্য হয়েছে, তার চেয়ে অনেক পুরনো লিখিত নথির প্রমাণ মিলেছে। যে কোনও যোগ্যতামানের ঢের বেশি প্রমাণ এই গবেষণায় উঠে এসেছে। প্রসঙ্গত, তামিল সর্বপ্রথম ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছিল। তারপর ধাপে ধাপে সংস্কৃত, কন্নড়, তেলুগু, মালয়ালম এবং ওড়িয়া এই স্বীকৃতি পায়। মারাঠিকে এই স্বীকৃতি দেওয়ার দাবিও বেশ তুঙ্গে।
আজ, রবীন্দ্র তীর্থে ভাষা মেলার আয়োজন করছে আইএসএলআর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার উদ্বোধনে 
যাবেন। সেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। শিক্ষামন্ত্রী নিজেও বিষয়টি নিয়ে খুবই উৎসাহী বলে ঘনিষ্ঠমহলে জানিয়েছেন। বাংলা ধ্রুপদী ভাষার তকমা পেলে, ইউনেস্কোর দুর্গাপুজোকে দেওয়া হেরিটেজ স্বীকৃতির চেয়ে সেটা কোনও অংশেই কম গুরুত্বপূর্ণ হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

25th     March,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ