বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে
দীর্ঘদিনের সেচ সমস্যার সমাধান
কল্যাণপুর পঞ্চায়েত

সংবাদদাতা, উলুবেড়িয়া: পঞ্চায়েত ভোটের আগে প্রতিটি বুথে মানুষের সুবিধা-অসুবিধার হদিশ পেতে শুরু হয়েছে দিদির সুরক্ষাকবচ কর্মসূচি। তৃণমুল কংগ্রেসের জনপ্রতিনিধিরা গ্রামে গ্রামে জনসংযোগের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরছেন। কিছু কিছু সমস্যা চটজলদি সমাধানের চেষ্টাও করছেন তাঁরা। সেভাবেই কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের দ্বীপামালিতা গ্রামের দীর্ঘদিনের সেচ সমস্যার সমাধান করলেন আমতার বিধায়ক সুকান্ত পাল। গত রবিবার দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে বিধায়ক ওই গ্রামে পৌঁছতেই কৃষকরা তাঁর কাছে সেচ নিয়ে অভিযোগ করেন। তাঁরা জানান, রূপনারায়ণ নদীর উপর যে আরএলআই প্রকল্প আছে, সেটি আড়াই বছর ধরে খারাপ। ফলে সেচের জল পেতে সমস্যায় পড়ছেন কৃষকরা। সূত্রের খবর, এরপরই সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনায়ার ও অধিকারিকদের সঙ্গে কথা বলে সমাধানের ব্যবস্থা করতে বলেন সুকান্তবাবু। তৎপরতার সঙ্গে সমস্যার সমাধান হয় এবং শুক্রবার থেকে কৃষকরা সেচের জল পেতে শুরু করেন। বিধায়ক জানান, এর ফলে এলাকার ৩০০ কৃষক উপকৃত হলেন। 

25th     March,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ