বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

রমজান মাসের শুরুতেই
ঊর্ধ্বমুখী ফলের বাজার

সংবাদদাতা, উলুবেড়িয়া: শুক্রবার শুরু হল রমজান মাস। স্বভাবতই ফলের চাহিদা এই সময় বেড়ে যায়। প্রতি বছরই এই সময়টাই ফলের দাম বাড়ে। তবে এবার যেন হাত ছোঁয়ানো যাচ্ছে না। দাম চড়া হওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
হাওড়ার উলুবেড়িয়ায় পুরনো বাসস্ট্যান্ড, উলুবেড়িয়া বাজার, স্টেশন রোডে প্রচুর ফলের দোকান। এদিন দুপুরে প্রতিটি দোকানেই কমবেশি ভিড় ছিল। তবে পছন্দের ফল কিনতে গিয়ে বেগ পেতে হয়েছে সাধারণ মানুষকে। এদিন উলুবেড়িয়া বাজারে এক কেজি আপেলের দাম ছিল ১৬০ থেকে ১৮০ টাকা, আঙুর ৮০ থেকে ১২০ টাকা, খেজুর ১২০ থেকে ৩০০ টাকা কেজি, জামরুল ১২০ টাকা, সবেদা ১৫০ টাকা, পাকা পেঁপে ৬০ টাকা, বেদানা ১৫০ থেকে ২০০ টাকা, তরমুজ ২৫ থেকে ৩০ টাকা। ফলের দাম বৃদ্ধি প্রসঙ্গে ব্যবসায়ীদের বক্তব্য, মূলত পরিবহণ খরচ বৃদ্ধির কারণে ফলের দাম বেড়েছে। বিশেষ করে অন্য রাজ্য থেকে ফল আনার খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। তাঁদের মতে, রমজান মাসে ফল বিক্রি হলেও দামের কারণে বিক্রির পরিমাণ অনেকটাই কমেছে। ক্রেতাদের মতে, ফলের দাম চড়া থাকলেও উপায় নেই, কিনতে তো হবেই। যা দাম, তাতে আগের মতো ফল কেনা সম্ভব নয়। পকেটের দিকটাও তো মাথায় রাখতে হচ্ছে।

25th     March,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ