বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

কুন্তী নদীর উপর নয়া সেতুর কাজ শুরু, ব্যয় ৮ কোটি

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: কুন্তী নদীর উপরে আট কোটি টাকা ব্যয়ে নতুন সেতু তৈরির কাজ শুরু হল। বুধবার ওই কাজের শিলান্যাস অনুষ্ঠানে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও হুগলি জেলা পরিষদের সেচ কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী উপস্থিত ছিলেন। জেলা পরিষদের সেচবিভাগ নতুন সেতু তৈরির মাধ্যমে সেচ ব্যবস্থার উন্নতির প্রস্তাব দিয়েছিল। সেচদপ্তর সেই প্রকল্প অনুমোদন করেছে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাম আমলে ধুলিয়ারা ও ছাতিমতলা গ্রামকে সংযুক্ত করতে কুন্তী নদীর উপর একটি সেতু তৈরি করা হয়েছিল। মাত্র পাঁচ ফুট চওড়া ওই সেতু স্থানীয় বাসিন্দা বিশেষ করে কৃষকদের বিশেষ কাজে আসেনি। আবার কালের নিয়মে সেই সেতু জরাজীর্ণ হয়ে পড়েছিল। 
জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, শুধু সেতু নবেকলেবরে সাজছে তাই নয়, তা হয়ে উঠবে আধুনিক। ১১টি স্লুইস গেট থাকবে ওই সেতুতে। যা জোয়ারের সময় কুন্তীর জলকে ধরে রেখে আশপাশের পাঁচটি মৌজায় সেচ ব্যবস্থাকে শক্তিশালী করবে। 
ওই এলাকায় আগে থেকেই আরএলআইয়ের তিনটি পাম্পিং স্টেশন রয়েছে। যা সেচ ব্যবস্থার নবীকরণের প্রক্রিয়াকে বাড়তি সাহায্য করবে। এখানেই শেষ নয়, নতুন সেতু হবে অন্তত ১৪ ফুট চওড়া। ফলে কৃষকদের কৃষিপণ্য নিয়ে যেতে সুবিধা হবে। ওই সেতুটি সহজেই আকটা ও রাজহাট পঞ্চায়েতের বড় অংশকে জুড়ে দেবে দিল্লি রোডের সঙ্গে। তাতে যাতায়াতের ক্ষেত্রেও বড় পরিবর্তন আসবে। ইতিমধ্যেই ওই সেতুর অ্যাপ্রোচ রোড তৈরি করার কাজ শেষ হয়ে গিয়েছে। 
জুন মাসের মধ্যে নতুন সেতু তৈরি হয়ে যাবে বলে জেলা পরিষদের কর্তারা দাবি করেছেন। মনোজ চক্রবর্তী বলেন, এর ফলে পাঁচটি মৌজার সেচ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে, আকনা  ও রাজহাট এলাকা জুড়ে যাবে দিল্লি রোডের সঙ্গে। সেচদপ্তর এই কাজের জন্য ৮ কোটি ২৪ লক্ষ টাকা দিয়েছে। বর্ষার আগেই আমরা সেতু তৈরির কাজ শেষ করব।
সেতুর কাজের উদ্বোধনে বিধায়ক অসিত মজুমদার। -নিজস্ব চিত্র

23rd     March,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ