বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

জঙ্গলে ঢেকেছে ভবন, দুই বছরেও
খেয়াদহে চালু হল না পুলিস ক্যাম্প
সদিচ্ছার অভাব, দাবি স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সাধারণ মানুষের সুবিধার্থে বছর দুই আগে খেয়াদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি পুলিস ক্যাম্প তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। তার ভবনও তৈরি। কিন্তু আজও সেই ক্যাম্প চালু করতে পারলেন না পুলিসকর্তারা। উল্টে সেই বাড়িটি এখন আগাছায় ভরে গিয়েছে। বর্তমানে সেটি ভূতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। এই নিয়ে এলাকার মানুষজনের মধ্যেও ক্ষোভ রয়েছে।  তাঁদের অভিযোগ, বারুইপুর পুলিস জেলার কর্তাদের সদিচ্ছার অভাবেই আজও দিনের আলো দেখল না এই ক্যাম্প।
নরেন্দ্রপুর থানার অন্তর্গত এই খেয়াদহ ১ গ্রাম পঞ্চায়েত। এই এলাকা থেকে থানার দূরত্বও অনেকটা। ফলে অভাব-অভিযোগ জানাতে হামেশাই সমস্যায় পড়তে হয় এলাকার বাসিন্দাদের। তার উপর এই অঞ্চলে কোনও অপরাধ হলে পুলিসের আসতেও অনেকটা সময় লেগে যায়। এসব মাথায় রেখেই বারুইপুর পুলিস জেলার তৎকালীন সুপারের উদ্যোগে এই ক্যাম্পটি তৈরির পরিকল্পনা করা হয়। সেই মতো পঞ্চায়েত একটি জায়গা নির্দিষ্ট করে। এলাকার মানুষ, পুলিস, বিধায়কের যৌথ প্রয়াসে তৈরি করা হয় একটি ভবনও। কিন্তু তারপর কিছু এগয়নি। এদিকে, এই এলাকায় মাটি মাফিয়া, বালি মাফিয়াদের দৌরাত্ম্য এবং বেআইনি নির্মাণের মতো নানা অপরাধ লেগেই থাকে।  স্থানীয় বাসিন্দারা বলেন, কিছুদিন আগেই রমরমিয়ে বেআইনি খাদান চলছিল। সংবাদমাধ্যম বিষয়টি প্রকাশ্যে আনার পরই নড়েচড়ে বসে প্রশাসন। এখানে যদি পুলিস ক্যাম্প থাকতো, তাহলে এই কাজ ঠেকানো যেত আগেই। বর্তমানে সেই বাড়িটি জঙ্গলে ঢাকা পড়ে গিয়েছে। 
বারুইপুর পুলিস জেলার কর্তাদের সদিচ্ছার অভাবেই কাম্প চালু করা হচ্ছে না। এই নিয়ে খেয়াদহ ১ গ্রাম পঞ্চায়েত প্রধান গোরাচাঁদ নস্কর বলেন, এলাকার মানুষের দাবি ছিল এই পুলিস ক্যাম্পটি। তাই দ্রুত সেটি শুরু হলে ভালো হয়। তবে বিষয়টি নিয়ে বারুইপুর পুলিস জেলার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  
প্রস্তাবিত ভবনে আগাছার জঙ্গল। -নিজস্ব চিত্র

23rd     March,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ