বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

‘বুম ব্যারিয়ারে নজর দিতে হবে পুলিস কর্মীদের’, বর্তমানের খবরের জের
দুর্ঘটনায় পথচারীদের মৃত্যুর
হার ৪৫ শতাংশ: পুলিস কমিশনার

 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২২ সালে শহরে দুর্ঘটনায় পথচারীদের মৃত্যুর হার ৪৫ শতাংশ। দুর্ঘটনায় মৃত্যু আটকাতে চলতি বছরে মানুষের সচেতনতা বৃদ্ধির দিকে বিশেষভাবে নজর দেবে কলকাতা পুলিস। সোমবার পার্ক সার্কাসে পথ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন, কলকাতার পুলিস কমিশনার (সিপি) বিনীতকুমার গোয়েল। তিনি বলেছেন, ‘পুলিস শহরবাসীর নিরাপত্তায় সবসময় তৎপর। পাশাপাশি পথচারীদের আরও বেশি মাত্রায় সচেতন থাকতে হবে। বিধিনিষেধ মেনে রাস্তা পারাপার করতে হবে।’ 
এর পাশাপাশি সিপি বলেন, ‘শহরের যে সমস্ত ক্রসিংগুলিতে বুম ব্যারিয়ার রয়েছে, সেগুলি যাতে ঠিক করে কাজ করে সে দিকে লাগাতার নজর রাখতে হবে। ট্রাফিক সার্জেন্টরা সেদিকে খেয়াল রাখবেন।’ প্রসঙ্গত সোমবার ‘বর্তমান’-এ ‘অকেজো বুম ব্যারিয়ার, ঝুঁকির পারাপার চলছে’ শীর্ষক খবর প্রকাশিত হয়। এরপর এদিনই পার্ক সার্কাসের অনুষ্ঠান থেকে সিপি এই প্রসঙ্গ উত্থাপন করে বক্তব্য রাখেন। বর্তমানের খবরের জেরে ব্যারিয়ারগুলির প্রসঙ্গ তুলে পথচারীদের সুরক্ষায় সেগুলি যাতে সঠিকভাবে কাজ করে সেই নির্দেশ দেন কমিশনার। তিনি এদিন বলেছেন, প্রতিবছর কলকাতায় গাড়ির সংখ্যা বাড়ছে। তবে তাও দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়েছে। দু’চাকার যানবাহনের ক্ষেত্রে সিপি জানিয়েছেন, মূলত তিনটি কারণে দু’চাকার যানে দুর্ঘটনা ঘটে। ১, মদ্যপ অবস্থায় বাইক বা স্কুটার চালানো। ২, হেলমেট ব্যবহার না করা। ৩, তীব্র গতি। তবে একটি সমীক্ষায় উঠে এসেছে, প্রায় ৯৪ শতাংশ বাইক চালক মাথায় হেলমেট পড়েন। ৯৮ শতাংশ বাইক ও চারচাকা চালক গতি সীমা মেনেই গাড়ি চালান। পাশাপাশি, শহরের সবকটি ট্রাফিক গার্ড এলাকায় রাতে মদ্যপ বাইক চালকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হয়। পাশাপাশি লাগাতার সচেতনতা প্রচারের ফলে দুর্ঘটনা কমেছে বলে দাবি সিপির।
সোমবার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে ‘পথ নিরাপত্তা সপ্তাহ’ কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে সিপি ছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ কমিশনার দময়ন্তী সেন, অতিরিক্ত কমিশনার হরি কিশোর কুসুমুকার, যুগ্ম কমিশনার (ট্রাফিক) পান্ডে সন্তোষ ও ডিসি (ট্রাফিক) সুনীলকুমার যাদব। এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিল শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। বাইক র‌্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এদিন শহরের ২৫টি ট্রাফিক গার্ড এলাকাতে এই সচেতনতা প্রচার শিবিরের আয়োজন হয়েছিল।  পার্ক সার্কাসে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা অনুষ্ঠানে পুলিস কমিশনার বিনীত গোয়েল।- নিজস্ব চিত্র

7th     February,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ