বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

‘প্রায় ২০ মিনিট রাস্তায় পড়েছিল
দেহ, পুলিস এসেছে দেরিতে!’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘সকাল ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। পুলিস এসে দেহ নিয়ে গিয়েছে প্রায় ২০ মিনিট পর। যেখানে ঘটনাটি ঘটেছে, সেখান থেকে থানার দূরত্ব একটি স্টপেজ। ততক্ষণ রাস্তাতেই পড়েছিল রূপা মণ্ডলের রক্তাক্ত দেহ। রাস্তার মাঝে এরকম বীভৎস দৃশ্য দেখে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বহু মহিলা মূর্ছা যান। প্রথমে সাদা পোশাকে আসে এক সিভিক ভলান্টিয়ার। তারপর দু’জন পুলিস এসে দেহটি গাড়িতে করে নিয়ে যায়।’ সোমবার ঠাকুরপুকুর ৩এ বাসস্ট্যান্ডে দুর্ঘটনার পর এমনই অভিযোগ তুললেন প্রত্যক্ষদর্শী বিশ্বনাথ সেনাপতি। বিশ্বনাথবাবুর কথায়, সকালে তখন ডিউটিতে যাচ্ছিলাম। দেখলাম, দু’টি বাস রেষারেষি করতে করতে স্কুটারটিকে চেপে দেয়। তাতেই নিয়ন্ত্রণ হারায় স্কুটারচালক। চোখের পলকে বাসের নীচে চলে যান মহিলা। পিষে যান বাসের চাকায়। তা দেখে স্থির থাকতে পারেননি অপেক্ষমাণ যাত্রীরা। আমার চোখের সামনেই মূর্ছা যান তিনজন। তাঁদের চোখে-মুখে জল দিয়ে জ্ঞান ফেরাতে হয়। বেশ কিছুক্ষণ পর পুলিস ঘটনাস্থলে আসে। প্রত্যক্ষদর্শীদের এই অভিযোগ প্রসঙ্গে সাউথ-ওয়েস্ট (বেহালা) ডিভিশনের ডেপুটি কমিশনার সৌম্য রায়কে প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তর দেননি। 

7th     February,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ