বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

৩ স্কুল পড়ুয়ার উদ্যোগে বঙ্কিম
সেতুতে উদ্ধার কুকুর ছানারা

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ভরসার আর নাম মা। মানুষ শুধু নয়, সমগ্র প্রাণী জগতের ক্ষেত্রে এ সত্য চিরকালীন। সোমবার এরকমই একটি ঘটনার প্রমাণ মিলল হাওড়ায়। সন্তানদের বাঁচাতে চেষ্টার কসুর করল না একটি পথ কুকুর। বঙ্কিম সেতুর রেলিংয়ে আটকে যাওয়া সন্তানদের উদ্ধার করতে একটানা চিৎকার করে যাচ্ছিল কুকুরটি। পথচলতি অনেকেই ঘটনাটিকে গুরুত্ব দেননি।  চিৎকারের সঙ্গে এদিক ওদিক ছুটেও কোনও কূলকিনারা পাচ্ছিল না প্রাণীটি। অন্যরা মুখ ফিরিয়ে নিলেও বিষয়টি নজর এড়ায়নি তিন খুদে স্কুল পড়ুয়ার। তাদের মারফত একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছে খবর যায়। সেই সংস্থা খবর দেয় দমকল ও পুলিসকে। এরপর বঙ্কিম সেতুর পাঁচিল ভেঙে অক্ষত অবস্থায় কুকুরের শাবকগুলিকে উদ্ধার করা হয়। মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় শাবকগুলিকে। এদিন বঙ্কিম সেতুর  পাশে রেলিঙে কোনওভাবে আটকে পড়েছিল বেশ কয়েকটি কুকুর ছানা। তারা ছটফট করছিল। কোনওভাবে উদ্ধার করতে না পেরে চিৎকার করে যাচ্ছিল সেগুলির মা। কুকুরটির ডাক শুনে ওই তিন পড়ুয়ার কৌতূহল হয়। তারা এগিয়ে এসে উঁকি মেরে দেখতে পায় পাঁচিল ঘেরা ছোট জায়গায় আটকে রয়েছে বেশ কয়েকটি সদ্যোজাত কুকুর শাবক। তারপর তারাই উদ্যোগ নিয়ে উদ্ধারের ব্যবস্থা করে। তাদের এই কাজকে বাহবা জানিয়েছে সব মহল। 

7th     February,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ