বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ঝাড়খণ্ডের অভিনেত্রী হত্যার
কিনারা, উদ্ধার হল আগ্নেয়াস্ত্র

সংবাদদাতা, উলুবেড়িয়া: তিন বছরের শিশুর মোবাইল ফোনের সূত্র ধরেই ঝাড়খণ্ডের অভিনেত্রী ইশা আলিয়া ওরফে রিয়া কুমারী হত্যাকাণ্ডের কিনারা করল বাগনান থানার পুলিস। ওই ফোন খোলামাত্রই তাতে এমন কিছু তথ্য মিলেছে, যা তদন্তকে পূর্ণতা দিতে সাহায্য করেছে। সেই সূত্র ধরেই ইশার স্বামী জেলবন্দি প্রকাশকে জেরা করে ঘটনাস্থল থেকে কয়েকশো মিটার দূরে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশের ঝোপ থেকে খুনে 
ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে পুলিস। সোমবার বিকেলে বাগনান থানায় এক সাংবাদিক সম্মেলন করে হাওড়া গ্রামীণ জেলা পুলিসের সুপার স্বাতী ভাঙালিয়া দাবি করেন, রাঁচি থেকে কলকাতায় আসার সময় সামনের সিটে প্রকাশের পাশেই 
বসে ছিলেন ইশা। ২৮ ডিসেম্বর ভোরের দিকে মেয়ে কেঁদে ওঠায় ডেবরার কাছে ইশাকে পিছনের সিটে পাঠিয়ে দেয় প্রকাশ। সেই সময় মেয়েকে ঘুম পাড়ানোর পাশাপাশি ইশাও ঘুমিয়ে পড়েন। এই সুযোগের অপেক্ষায় ছিল প্রকাশ। তারপর বাগনানের চন্দ্রপুর এলাকায় জাতীয় সড়কের ধারে গাড়ি দাঁড় করিয়ে সে নিজেই মাথায় গুলি করে খুন করে স্ত্রীকে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। 
পুলিস সুপার জানান, ইশার সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক রয়েছে, এমনটাই সন্দেহ ছিল প্রকাশের। সেই সন্দেহের বশেই সে ইশাকে খুন করেছে। বেশ কয়েক বছর ধরেই দাম্পত্যে চিড় ধরেছিল। প্রকাশ ইশা ও তার প্রথম পক্ষের স্ত্রীকে নিয়ে একসঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করেছিল। তাতে আপত্তি ছিল ইশার। সম্পর্কের অবনতি হওয়ায় বেশ কয়েকমাস আগেই ইশাকে খুনের পরিকল্পনা করে প্রকাশ। সেইমতো আগ্নেয়াস্ত্র জোগাড় করে। এই অস্ত্র জোগাড়ের পিছনে মোহিত, সন্দীপকুমার সিং প্রমুখের ভূমিকা ছিল। পুলিস সুপার বলেন, প্রথম পক্ষের স্ত্রীর কথা চেপে গিয়ে ২০০৯ সালে ইশাকে বিয়ে করে প্রকাশ। পরে ইশা আগের স্ত্রী কথা জানতে পারলে অশান্তি শুরু হয়। তিনি জানান আদতে প্রকাশ চাকরি বা ব্যবসা কিছু করত না। ইশার রোজগারেই চলত তাদের ও প্রথম পক্ষের স্ত্রীর সংসার। এমনকী, খুনের মাস চারেক আগে ইশার নামে থাকা ফ্ল্যাট, বিউটি পার্লার, গাড়ি সবই নিজের নামে করে নেয় প্রকাশ। স্বাতী ভাঙালিয়া জানান, প্রকাশ যে মাঝেমধ্যেই ইশার উপর অত্যাচার চালাত, এই মর্মে রাঁচি থানায় অভিযোগ রয়েছে। খুনের ঘটনার পর প্রকাশ বিভিন্নভাবে পুলিসকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এমনকী গাড়ি থেকে সন্তানের ফোন উদ্ধার হওয়ার পর আমাদের সেই ফোনের পাসওয়ার্ড ভুল বলেছিল। পরে ওই ফোন খোলার পর সবটা পরিষ্কার হয়ে যায়।
আগ্নেয়াস্ত্র উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিস। সোমবার উলুবেড়িয়ায় তোলা নিজস্ব চিত্র।

7th     February,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ