বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যাবে হাতে
তৈরি লক্ষ্মীর ভাণ্ডার, আবিরও
খুশিতে আত্মহারা রিমা, ইত্তেশমা, সাবিত্রীরা

সংবাদদাতা, উলুবেড়িয়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে তাদের হাতে তৈরি ভেষজ আবির, জুয়েলারি, মাটির সরা, লক্ষ্মীর ভাঁড় প্রদর্শিত হবে। সেই খবর শোনার পর থেকেই আনন্দে আত্মহারা উলুবেড়িয়া আশা ভবন সেন্টারের বর্ষা, রিমা, ইত্তেশমা, সাবিত্রী, মালা, বাসন্তী সহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। এখন জোরকদমে কাজ চলছে আশা ভবন সেন্টারে। মাটির সরা থেকে লক্ষ্মীর ভাঁড়ে আঁকা বা ফুলের পাপাড়ি ছাড়িয়ে আবির তৈরি হচ্ছে। অনুষ্ঠানে এসব পাঠানোর জন্য নিজেদের হাতে প্যাকিংয়েও হাত লাগিয়েছে এইসব শিশুরা।
আগামী বৃহস্পতিবার পাঁচলায় সরকারি অনুষ্ঠানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জেলার হস্তশিল্প প্রদর্শনীর ব্যবস্থা থাকছে। তাতে আশা ভবন সেন্টারের তৈরি লক্ষ্মীর ভাণ্ডার, মাটির সরা, ভেষজ আবির, জুয়েলারির পাশাপাশি কাশফুলের বালিশ, বীণা, তাঁতের শাড়ি, বাটিকের উত্তরীয়, রঙিন মাছের এ্যাকোরিয়াম, স্বনির্ভর গোষ্ঠীর তৈরি স্কুলের পোশাক ও ব্যাগ, শাটল কক, অর্কিড, জৈবচাষের শাকসব্জি সহ বিভিন্ন জিনিস প্রদর্শিত হবে। আশা ভবন সেন্টারের পুতুল মাইতি জানান, আমাদের হাতে সাজানো লক্ষ্মীর ভাণ্ডার মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে প্রদর্শিত হবে– এটা জেনে বিশেষ উৎসাহ পাচ্ছি। সেন্টারের কর্ণধার জন মেরি বারুই জানান, ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রামে এইসব হাতের কাজ এখানে শেখানো হচ্ছে। এই প্রশিক্ষণ থেকে তৈরি জিনিস যে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে জায়গা পাচ্ছে, এটা এইসব শিশুদের নতুন করে প্রেরণা দেবে। 

7th     February,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ