বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বধূকে পুড়িয়ে ‘খুন’, মামলা শুরু
বসিরহাটের ফাস্ট ট্র্যাক আদালতে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিয়ের যৌতুক হিসেবে কনের বাড়ি থেকে ফ্রিজ দেওয়ার কথা ছিল। তবে বরের দাবি মতো ফ্রিজটি দেওয়া হয়নি। এই অভিযোগ তুলে স্ত্রীয়ের উপর অত্যাচার চলছিল। গত বছরের ১১ মে  পরিস্থিতি গুরুতর আকার নেয়। আলপনা মণ্ডল নামে ওই গৃহবধূর উপর গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে খুন করার অভিযোগ ওঠে। ঘটনায় অভিযুক্ত শ্বশুর রবীন ও শাশুড়ি গীতারানি মণ্ডলের বিরুদ্ধে। ওই ঘটনায় অভিযুক্তদের সম্প্রতি চার্জ গঠন করল বসিরহাটের ফাস্ট ট্র্যাক আদালত। দু’জনের বিরুদ্ধে বধূ নির্যাতন, হত্যা, সাক্ষ্য‌‑প্রমাণ লোপাট সহ একাধিক ধারায় চার্জ গঠন হয়েছে। অভিযুক্তরা আদালতে বলেছেন, তাঁরা নির্দোষ। ১৫ মে এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক হয়েছে। প্রথম পর্যায়ের সাক্ষ্যগ্রহণ  চলবে ২০ মে পর্যন্ত।
আদালত সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার কুচিয়ামোড়া গ্রামে ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের ১১ মে। ওইদিনই মৃতার বাবা থানায় অভিযোগ জানান। পুলিস অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে। গ্রেপ্তার হয় অভিযুক্তরা। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত কেরোসিনের জার সহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার হয়।  পুলিস তদন্ত শেষ করে আদালতে চার্জশিট পেশ করে। নথির প্রতিলিপি দেওয়া হয় অভিযুক্তদের হাতে। আদালত অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করে। সরকারি আইনজীবীদের একাংশের বক্তব্য, ধৃতদের বিরুদ্ধে অভিযোগ গুরুতর।                                                                                     

6th     February,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ