বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

প্রেসিডেন্সি কাণ্ডে দায় এড়াল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তথ্যচিত্র প্রদর্শনের মাঝে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় দায় ঝেড়ে ফেলল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে গুজরাত দাঙ্গার উপর তৈরি ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ দেখানোর মাঝে বিদ্যুৎ চলে যায়। উদ্যোক্তা ছাত্র সংগঠন এসএফআইয়ের দাবি, কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে। শনিবার প্রেসিডেন্সির রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার এ প্রসঙ্গে বলেন, ‘ছাত্রদের অভিযোগ ঠিক নয়। বিদ্যুতের একটি ফেজ উড়ে যাওয়ার কারণে যেখানে সিনেমা দেখানো হচ্ছিল সেই কক্ষ সহ বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।’ এদিন ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এ প্রসঙ্গে তিনি কিছু মন্তব্য করেননি। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট। সেই দলে ছিলেন কল্লোল কর্মকার, অঙ্কণ দাস ও রাজন্যা হালদার। জানা গিয়েছে, ক্যাম্পাসে সরস্বতী পুজো করার অনুমতি না পাওয়া নিয়ে তাঁরা মন্ত্রীকে অভিযোগ জানান। তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী বলেন, ‘শুধু পুজো নয়, আমরা সাধারণ পড়ুয়াদের আরও উন্নতির স্বার্থে কাজ করে চলেছি।’ 

29th     January,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ