বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

কাল কবি সুভাষ-রুবি মেট্রোর চূড়ান্ত
পরীক্ষা, মার্চে চালুর সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার পরীক্ষায় বসতে চলেছে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) স্টেশন মেট্রো রুট। এদিন এই ৫ কিলোমিটার রুটে মেট্রো পরিষেবা চালুর চূড়ান্ত ছাড়পত্র পেতে কমিশনার অব রেলওয়ে সেফটি (সিআরএস) পরিদর্শন করবেন। বিকেল চারটে নাগাদ সিআরএস কবি সুভাষ স্টেশন থেকে মেট্রোয় চড়বেন বলে জানা গিয়েছে। তারপর সত্যজিৎ রায় (হাইল্যান্ড পার্ক), জ্যোতিরিন্দ্র নন্দী (মুকুন্দপুর), কবি সুকান্ত (কালিকাপুর) এবং রুবি সহ পাঁচটি স্টেশন পরিদর্শন করবেন। শহরের নবতম এই মেট্রো রুটটি বাণিজ্যিক দৌড় শুরুর জন্য কতটা প্রস্তুত তা দেখা হবে। 
পরিদর্শন শেষে সিআরএস তাঁর মতামত ও সুপারিশ রিপোর্ট আকারে রেল কর্তৃপক্ষকে জমা দেবেন। সেই রিপোর্টের উপরই নির্ভর করছে এই রুটে মেট্রো চালুর সম্ভাবনা। এ প্রসঙ্গে নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের এক আধিকারিক বলেন, আশা করি মার্চ নাগাদ এই রুটে মেট্রো পরিষেবা চালু হতে পারে। ২০১০-১১ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত এই মেট্রো প্রকল্প ঘোষণা করেছিলেন। জোকা-ধর্মতলা মেট্রোর মতো আংশিক রুটে এই প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এই রুটেও মেট্রো চলাচলের জন্য আধুনিক সিগন্যাল ব্যবস্থা বসানোর কাজ বাকি রয়েছে। তাই জোকা-তারাতলার মতো এই প্রকল্পের ক্ষেত্রেও ‘ওয়ান মেট্রো সার্ভিস’ দিয়ে পথ চলা শুরু হবে। অর্থাৎ একটি মেট্রো রেক কবি সুভাষ থেকে রুবি পৌঁছবে। তারপর ফের সেটি কবি সুভাষ ফিরবে।

29th     January,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ