বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

এবার কলকাতা বইমেলায় দেখা
যাবে ৫০ স্কোয়ার ফুটের স্টলও
আগামী কাল উদ্বোধনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: স্টলের আয়তন মাত্র ৫০ স্কোয়ার ফুট, আন্তর্জাতিক কলকাতা বইমেলায় যা প্রথম। আসলে বেশি সংখ্যক প্রকাশনাকে জায়গা করে দিতেই এবার এই অভিনব উদ্যোগ নিয়েছে পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। ছোট হলেও জায়গা পাওয়ায় খুশি অনেকেই। সল্টলেক বইমেলা প্রাঙ্গণে আগামীকাল, ৩০ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শুরু হচ্ছে ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবারের থিম কান্ট্রি স্পেন। থাকবে একাধিক বিদেশি প্রকাশনার স্টলও। এখন শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। উদ্বোধনের ৪৮ ঘণ্টা আগে শনিবার বিকেলে বইমেলা প্রাঙ্গণেই একটি সাংবাদিক সম্মেলন করে বইমেলা কর্তৃপক্ষ। সেখানে পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে, সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় সহ অনেকেই উপস্থিত ছিলেন। বইমেলার সামগ্রিক চিত্র সেখানে উপস্থাপন করা হয়। ত্রিদিববাবু বলেন, এবারের বইমেলার স্বাদ একটু অন্যরকম। বলা ভালো, আরও গোছানো। এবার আবোল তাবোলের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে আমরা শিশুদের হাতে উপহার হিসাবে হাজারের বেশি বই তুলে দেব। এছাড়াও, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রবীণ নাগরিকদেরও আমরা আনুষ্ঠানিকভাবে বই উপহার দেব। সুধাংশুবাবু বলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে ৪৫ বছর পর বইমেলা নিজের ঠিকানা পেয়েছে। এবার স্টলের সংখ্যা ৯৫০। গতবার ৬৫০ ছিল। ৫০ স্কোয়ার ফুটের স্টল এর আগে বইমেলায় হয়নি। সর্বনিম্ন হতো ১০০ স্কোয়ার ফুটের। নতুন প্রকাশকদের জন্য ৫০ স্কোয়ার ফুটেরও প্রায় ৭০টি স্টল করা হয়েছে।  চলছে স্টল তৈরি। -নিজস্ব চিত্র

29th     January,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ