বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

শিল্পে দাদাগিরি
চলবে না: শশী পাঁজা

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ‘শিল্পে নো দাদাগিরি। এক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েই এগচ্ছি। ২৪ ঘণ্টা আপনাদের পাশে রয়েছি। সরাসরি অভিযোগ জানান।’ শনিবার আসানসোলে ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারে যোগ দিয়ে এই বার্তাই দিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শশী পাঁজা। তাঁর আরও বক্তব্য, ‘ব্যবসায়ীদের সঙ্গে সরকারের সেতু বন্ধন করতে বিভিন্ন চেম্বার অব কমার্স এগিয়ে আসতেই পারেন, কিন্তু স্বার্থ গোছানো মধ্যস্থতাকারীদের কোনওমতে বরদাস্ত করা হবে না। কারখানায় আমার লোক নিতে হবে, এসব চলবে না।’। ব্যবসায়ীদের থেকে একাধিক অভিযোগ পেয়ে মন্ত্রীর এই কড়া বার্তায় খুশি বণিক মহল। 
বিনিয়োগ টানতে রাজ্য সরকার যে রাজনীতির ঊর্ধ্বে উঠতে প্রস্তুত তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ শিল্প ও কর্মসংস্থান। আপনারা নতুন করে বিনিয়োগ করুন, নিজেদের প্রকল্পের সম্প্রসারণ করুন। সরকার পাশে আছে। হেল্পলাইনও খোলা হয়েছে। বিনিয়োগ নিয়ে কোনও রাজনীতি হবে না।’ মন্ত্রীর এই কথায় হাততালি দিতে থাকেন আদানি গোষ্ঠীর সদস্যরা। পরে শশী পাঁজা যোগ করেন, ‘ব্যবসায়ীরা চায় রাজনৈতিক স্থায়িত্ব। বাংলার মানুষ তিনবার আমাদের সরকারে এনে সেই স্থায়িত্ব দিয়েছে। বাইরের লোকের কথায় ভুল বুঝবেন না। বরং আপনারাই সরকারের বার্তা বাইরে পৌঁছে দিন। তাহলেই বাইরে থেকে বিনিয়োগ আসবে। মনে রাখবেন, গুজরাতের লোক এসেও বলে যাচ্ছে, কলকাতার মতো এমন প্লাটফর্ম আর নেই।’ 
এদিন আয়োজক সংগঠনের সভাপতি রাজেন্দ্র প্রসাদ খৈতান বলেন, সরকারের এই ভাবনা প্রশংসনীয়। কিন্তু সেই বার্তা তলা পর্যন্ত যাচ্ছে না। গুরুত্বপূর্ণ বৈঠকে সচিব আধিকারিকদের না আসা নিয়েও খেদ প্রকাশ করেন। মন্ত্রী বলেন, শ্রমমন্ত্রী মলয় ঘটকও এসেছেন। আমরা সমস্যার কথা শুনব। বাঁকুড়ার বড়জোড়া এলাকার ব্যবসায়ী প্রবীর সরকার, সন্তোষ কুমাররা বলেন, এলাকায় কারখানা গড়তে গেলে বড়জোড়া গঙ্গাজলঘাটি প্ল্যানিং অথরিটির অনুমোদন লাগে। সেই অনুমোদন পেতেই সমস্যা হচ্ছে। মঞ্চ থেকেই মন্ত্রী নিজের দপ্তর, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করেন। স্বভাবতই মন্ত্রীর পদক্ষেপে খুশি দুই ব্যবসায়ী। বাঁকুড়ার ব্যবসায়ী মধুসূদন দরিপা বলেন, মেজিয়ায় ডিভিসি স্থানীয়দের ফ্লাই অ্যাশ না দেওয়ায় সমস্যা হচ্ছে। মন্ত্রী ওই ব্যবসায়ীকে লিখিত অভিযোগ দিতে বলেন। বিড়লা গ্রুপের আধিকারিক হিমাংশু বক্সির সমস্যাও মনোযোগ দিয়ে শোনেন  মন্ত্রী। মেদিনীপুর জেলার  চন্দন বসু বলেন, ফায়ার, ফ্যাক্টরি ও পলিউশন লাইসেন্স বের করার জন্য এজেন্টদের দ্বারস্থ হতে হচ্ছে। লাইসেন্স বের করতে এজেন্ট ধরতে হচ্ছে শুনে উষ্মা প্রকাশ করে বিষয়টি দেখার প্রতিশ্রুতি দেন মন্ত্রী। দুর্গাপুর স্মল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন রতন অগরওয়াল পুরসভার টোল নেওয়া এবং কারখানার প্ল্যান পাশ করানোর জন্য ৪০ শতাংশ গ্রাউন্ড কভারেজের নিয়ম নিয়ে উষ্মা প্রকাশ করেন। শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে শিল্প ধর্মঘটকে অতীত করে দিয়েছেন। কোনও শ্রম দিবস নষ্ট হয়নি। এটা শিল্পবান্ধব পরিবেশের সবচেয়ে বড় উদাহরণ। -নিজস্ব চিত্র

29th     January,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ