বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ফেব্রুয়ারিতেই কুলিয়া সেতু পাকা 
করার কাজ শুরু হবে: পুলক রায়

সংবাদদাতা, উলুবেড়িয়া: নতুন বছরের শুরুতেই হাওড়া জেলার দ্বীপাঞ্চল ভাটোরার বাসিন্দাদের জন্য সুখবর। ফেব্রুয়ারি মাসেই জেলার মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপাঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম কুলিয়া সেতু পাকা করার কাজ শুরু হবে। শনিবার বিকেলে বাইনান বামনদাস উচ্চ বিদ্যালয় মাঠে আমতা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের বুথভিত্তিক কর্মী সম্মেলনে এই ঘোষণা করেন রাজ্যের পূর্ত এবং জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। পুলকবাবু জানান, এখন যে বাঁশের কুলিয়া সেতু রয়েছে, তা বারেবারেই ভেঙে যায়। তাই ওই সেতু কংক্রিটের করার জন্য ২৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর আগে ৩৪ বছরের বাম রাজত্বকালে এই সেতুর শিল্যান্যাস হলেও কোনও কাজ হয়নি। দ্বীপাঞ্চলের বাসিন্দাদের চাহিদা মেনে এলাকার বিধায়ক সুকান্ত পালের তৎপরতায়, মুখ্যমন্ত্রীর নির্দেশে ফেব্রয়ারি মাসেই কুলিয়া সেতুর কাজ শুরু হবে।
এদিন মন্ত্রী বলেন, এবারের পঞ্চায়েত নির্বাচনে দলের যুব নেতা-কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব যুব নেতা-কর্মীকে মানুষের বাড়ি বাড়ি যাওয়ার এবং তাদের পাশে থাকার বার্তা দেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে আমতা বিধানসভার ১৮টি গ্রাম পঞ্চায়েত, ২টি পঞ্চায়েত সমিতি এবং ৪টি জেলা পরিষদের সব আসনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করবেন বলে দাবি করেন পুলক রায়। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন, আমতার বিধায়ক সুকান্ত পাল, দলের যুবনেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।  নিজস্ব চিত্র

29th     January,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ