বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

হাওড়া-ব্যান্ডেল শাখায় আজ 
২৪টি  লোকাল ট্রেন বাতিল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যান্ডেল কাটোয়া সেকশনে রেলের জরুরি মেরামতির জন্য আজ রবিবার হাওড়া-ব্যান্ডেল শাখায় ২৪টি লোকাল বাতিল থাকবে। হাওড়া, ব্যান্ডেল ও কাটোয়া থেকে ছুটির দিনে দু’ডজন ট্রেন পরিষেবা বন্ধ থাকায় দুর্ভোগে পড়বেন যাত্রীরা। বাতিল ট্রেনের নম্বরগুলি হল, হাওড়া থেকে ৩৭৯১১, ৩৭৯১৩, ৩৭৯১৫, ৩৭৯১৭, ৩৭৯১৯ এবং ৩৭৯২১। ব্যান্ডেল থেকে ৩৭৭৪৭, ৩৭৭৪৯, ৩৭৭৫১, ৩৭৭৫৩ এবং ৩১১১১। কাটোয়া থেকে ৩৭৯১৪, ৩৭৯১৬, ৩৭৯১৮, ৩৭৯২০, ৩৭৯২২, ৩৭৯২৪, ৩৭৯২৬, ৩৭৭৪৪, ৩৭৭৪৬, ৩৭৭৪৮, ৩১১১২, ৩৭৭৫০ এবং ৩৭৭৫২। পাশাপাশি এই কাজের জন্য হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস আজ বাতিল থাকবে।
একইভাবে ডাউন পুরী-কামাক্ষ্যা এক্সপ্রেস এবং ডাউন গুয়াহাটি কলকাতা গরিব রথ স্পেশাল এই দু’টি ট্রেন হাওড়া ঢোকার মুখে ভিন্ন রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এই মেরামতি কাজের জন্য আপ তিস্তা-তোর্সা এক্সপ্রেস এবং আপ হাওড়া-আজিমগঞ্জ স্পেশাল ট্রেন দু’টির সময়সূচি পরিবর্তন হবে। তোস্তা-তোর্সা এক্সপ্রেস আজ সন্ধ্যা ৭টায় শিয়ালদহ থেকে ছাড়বে। অন্যান্য দিন এই ট্রেনটি দুপুর ২টো ৪৫ মিনিটে যাত্রা শুরু করে। একইভাবে হাওড়া-আজিমগঞ্জ স্পেশাল ট্রেনটি আজ হাওড়া থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ছাড়বে। অন্যান্য রবিবার ট্রেনটি বিকেল ৪টা ০৫ মিনিটে ছাড়ে। এদিকে, ছুটির দিনে দু’ডজন ট্রেন বাতিল থাকার জন্য আজ বেশ কয়েকটি স্পেশাল লোকাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের অসুবিধার কথা ভেবে কাটোয়া-নবদ্বীপধামের মধ্যে আজ চার জোড়া স্পেশাল ট্রেন চলবে। যেগুলি কাটোয়া থেকে যাত্রা শুরু করবে যথাক্রমে, সকাল ৭টা ৪৫ মিনিট, সাড়ে ১০টা, দুপুর ২টো ৪৫ মিনিট এবং বিকেল ৫টা ৩৫ মিনিট। উল্টোদিকে নবদ্বীপধাম থেকে স্পেশাল লোকালগুলি ছাড়বে যথাক্রমে সকাল ৯টা, বেলা ১২টা ৫ মিনিট, দুপুর ৩টে ৫০ মিনিট এবং সন্ধ্যা ৬টা ৫০ মিনিট। বিশেষ এই ট্রেনগুলি কাটোয়া পৌঁছাবে যথাক্রমে, সকাল ১০টা ০৫ মিনিট, দুপুর ১টা ১০ মিনিট, বিকেল ৪টা ৫৫ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট।   

29th     January,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ