বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বিধায়কের কাছে ঘর, কাজের
দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমরা তৃণমূল কংগ্রেসটা করি। আর দিনমজুরের কাজ করে সংসার চলে। ঘর নেই। আমার মতো এলাকায় অনেকেরই ঘর নেই। আবাস যোজনার ঘরের জন্য পঞ্চায়েতে গিয়েছি। কিন্তু, সকলেই ফিরিয়ে দিয়েছেন। আমাদের মতো গরিব মানুষেরা কি ঘর পাবে না?
বুধবার দিদির দূত হয়ে বারাকপুরের শিউলি গ্রাম পঞ্চায়েতে যান বিধায়ক তাপস রায়। তাঁর সামনে এই ভাষাতেই ক্ষোভ উগরে দিলেন সরস্বতী বিশ্বাস নামে এক বাসিন্দা। তাঁর কথা শেষ হতে না হতেই শেফালি সাঁতরা নামে এক বয়স্ক মহিলা বলেন, মিটিং, মিছিল হলে আমাদের ডাক পড়ে। এই বয়সেও আমরা বাড়ির কাজ ফেলে তৃণমূলের ঝান্ডা ধরে মিছিলে পা মেলাই। কিন্তু, বিনিময়ে আমাদের জন্য কিছু নেই। আমাদের হাতে কোনও কাজ নেই। পঞ্চায়েতে বলেও কাজ পাচ্ছি না। আমাদের কাজের ব্যবস্থা করতে হবে।
শুধু আবাস যোজনার বাড়ি বা কাজের দাবি নয়। এদিন এলাকার অনুন্নয়ন নিয়েও দিদির দূতের সামনে ক্ষোভ উগরে দেন এলাকাবাসীরা। নুপূর ভট্টাচার্য নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, এলাকায় পানীয় জলের তীব্র সমস্যা রয়েছে। রাস্তা অত্যন্ত খারাপ। নিকাশি ব্যবস্থা বলে কিছু নেই। সামান্য বৃষ্টি হলে হাঁটুসমান জল হয়ে যায়। পঞ্চায়েতে বহুবার বলা হয়েছে। কিন্তু, বাস্তবে কাজের কাজ কিছু হয়নি। তাই, এইসব বিষয়ে ব্যবস্থা নিলে আমাদের মতো বহু পরিবার উপকৃত হবে।
বিধায়ককে ঘিরে এলাকাবাসীরা এভাবে ক্ষোভ জানানোয় স্থানীয় তৃণমূল নেতারা ক্ষোভ প্রশমনের চেষ্টা করেন। তবে তাতে লাভ হয়নি। দিদির দূতের কাছে তাঁদের দাবিদাওয়া আদায়ে অনড় ছিলেন মহিলারা। তবে বিধায়ক তাপস রায় বলেন, বিক্ষোভ নয়। বিক্ষোভের বিষয়টি সংবাদ মাধ্যমের তৈরি। এলাকায় প্রচুর কাজ হলেও কিছু কাজ বাকি রয়েছে। সেই নিয়েই এলাকার বাসিন্দারা আমাদের কাছে জানিয়েছেন। তবে সব কাজই খুব শীঘ্র হয়ে যাবে।

26th     January,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ