বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

৮০ ফুটের মূর্তি থেকে পথশিশুদের পুজো
জমজমাট কলকাতা থেকে শহরতলি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খড়দহে আশি ফুটের সরস্বতী মূর্তি। দমদম স্টেশনে পথশিশুদের স্কুলের পুজো। তারকেশ্বরের নছিপুরে ২১ ফুটের প্রতিমা। বেহালায় স্কুল শিক্ষক নিজেই গড়েছেন মূর্তি। উত্তর কলকাতার জোড়াসাঁকোয় দরিদ্র এক চা বিক্রেতা পুজোর আয়োজন করেছেন। বালিগঞ্জ সায়েন্স কলেজ পরিবেশের ভারসাম্য রক্ষায় জল ধরো, জল ভরো থিম করেছে। পাইকপাড়ায় থিম হয়েছে সার্কাস। সবমিলিয়ে স্কুল-কলেজ থেকে আর্ট গ্যালারি, বাড়ি থেকে গান শেখার স্কুল, সরস্বতী পুজো ঘিরে প্রবল উন্মাদনা শহর থেকে শহরতলি। তবে এ বছর চর্চার কেন্দ্রে উঠে এসেছে খড়দহ।
খড়দহের মাধব আশ্রমের বালক সংঘ বানিয়েছে ৮০ ফুটের প্রতিমা। পুজোর উদ্যোক্তা সূর্যসেন নগর বালক সংঘ। তাদের দাবি, বারাকপুর মহকুমায় এত বড় আকারের প্রতিমা তৈরি হয়নি। নদীয়ার মৃৎশিল্পী অসীম পাল এই মূর্তি তৈরি করছেন। এর পাশাপাশি তারকেশ্বর থানার নছিপুরে ২১ফুট উঁচু সরস্বতী প্রতিমা হয়েছে। দি কিশোর সংঘের পরিচালনায় ৪২ বছরে পা দিয়েছে এই পুজো। পুজো উপলক্ষ্যে সাতদিন ধরে মেলা হয়। হয় নৃত্যগীত, আবৃত্তি , বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির ইত্যাদি। 
দমদম স্টেশনের পাঠশালায় পুজো করবেন প্রীতি, গুড়িয়া, দোয়েল, পায়েল, ময়না, প্রিয়া, গীতা, মিঠাইরা। ১৭ বছর আগে দমদম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের উপর পাঠশালা শুরু করেছিলেন শিক্ষিকা কান্তা চক্রবর্তী। তাঁর দু’বছর বাদে স্টেশনের ওপর শুরু হয় বাগদেবীর আরাধনা।  এই স্টেশনের পাঠশালাতেই পড়ে এম কম, বাংলা অনার্স, ভূগোল বা বাণিজ্যে অর্নাস নিয়ে পড়াশোনা করছেন অনেকে। প্ল্যাটফর্মে পড়েছে আলপনা। ২০জন পড়ুয়া হলুদ শাড়ি পড়ে প্রার্থনা করবেন। মধ্য কলকাতার জোড়াসাঁকোর বারাণসী ঘোষ স্ট্রিটের চা বিক্রেতা রাজা সাউয়ের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পুজো। ওই ছাত্র চেয়েচিন্তে টাকা জোগাড় করে পুজো করছেন। এর পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে ছাত্র সমাজের কাছে পৌঁছে দিতে  বালিগঞ্জ সায়েন্স কলেজ জল ধরো, জল ভরো থিম করেছে। এছাড়া বেলঘরিয়ার প্রফুল্ল নগরে গীতাঞ্জলী সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে এবারও হচ্ছে সরস্বতী পুজো। বেলঘরিয়ার জাহ্নবী আর্ট গ্যালারির উদ্যোগেও অনুষ্ঠিত হচ্ছে বাগদেবীর আরাধনা। একই সঙ্গে বরানগরের মুখোপাধ্যায়ের বাড়িতেও হচ্ছে সরস্বতী বন্দনা। এর পাশাপাশি কিশোর ভারতী স্কুলে হচ্ছে সরস্বতী পুজো। বেহালা হাইস্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক গৌরসুন্দর ঘোষ বানিয়েছেন সরস্বতীর মূর্তি। সেই স্কুলের একটি ঘরে হঠাৎ করে প্রবেশ নিষিদ্ধ হয়ে গিয়েছিল ছাত্রছাত্রীদের। সপ্তাহ তিনেক ধরে বন্ধই ছিল ঘরটা। পাশাপাশি একজন শিক্ষকের নিয়মিত দেখাও মিলছিল না। সরস্বতী আসার ঠিক আগে দুয়ে দুয়ে চার হল বিষয়টা। বন্ধ ঘর থেকে সাবেক সাজে সেজে বেরলেন আট ফুটের সরস্বতী। প্রতিমার কারিগর ওই অনিয়মিত শিক্ষক। ছাত্রছাত্রীদের সারপ্রাইজ দিতে তাদের অগোচরে প্রতিমা গড়ে তুলেছেন। কাজ শেষের পর বললেন, ‘যখন ছাত্র ছিলাম তখন প্রতিমা বানিয়েছিলাম। ২০ বছর পর ফের এই কাজ করলাম। ছাত্রছাত্রীরাই বলবে, কেমন হয়েছে।’

26th     January,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ