বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

 কলকাতায় তদন্তে গতি আনতে আনুষাঙ্গিক
খরচের জন্য পৃথক ‘হেড’ তৈরি করল রাজ্য

সুজিত ভৌমিক, কলকাতা: ভিনরাজ্যে পালিয়ে যাওয়া দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে  এখন থেকে বিমানের টিকিটের জন্য আর অভিযোগকারীর দ্বারস্থ হতে হবে না কলকাতার পুলিস অফিসারকে। সম্প্রতি এই সংক্রান্ত খরচের জন্য একটি পৃথক ‘হেড’ বা খাত তৈরি করেছে নবান্ন।   এতদিন কলকাতায় অপরাধের তদন্ত এবং বিচার প্রক্রিয়া চলাকালে আনুষাঙ্গিক খরচের টাকা পেতে কালঘাম ছুটে যেত তদন্তকারী পুলিস অফিসারের। কারণ, এই সরকারি খাতায় এই সংক্রান্ত কোনও ‘হেড’ বা খাত ছিল না। ফলে দরকারের সময়ে টাকা না পেয়ে অনেক ক্ষেত্রেই ব্যাহত হত তদন্ত। এমনকী থমকে যেত বিচারও।  
উল্লেখ্য, ‘হেড’ বা খাত না থাকলে সরকারি কোষাগার থেকে এক টাকাও তোলা বা জমা দেওয়া—কোনওটাই করা  যায় না। এতে সমস্যায় পড়তে হত তদন্তকারী সংস্থাকে। আপৎকালীন ক্ষেত্রে কলকাতা পুলিসের কর্তাদের  ‘সিক্রেট সোর্স ফান্ড’ বা এস এস ফান্ড থেকে টাকা দিয়ে পরিস্থিতি সামাল দিতে হত। ফলে দীর্ঘদিন ধরেই  এনিয়ে অভিযোগ ছিল গোয়েন্দাদের।
 সৌমেন মিত্র কলকাতার পুলিস কমিশনার থাকাকালীন ২০২১ সালে এই অসুবিধা দূর করতে গোয়েন্দা বিভাগ থেকে একটি লিখিত প্রস্তাব পেশ করা হয়। যার ভিত্তিতে নবান্নের অর্থ দপ্তর এই সংক্রান্ত একটি পৃথক ‘হেড’ বা খাত তৈরি করেছে। এরফলে এখন থেকে কলকাতা পুলিসের  এলাকায় তদন্ত এবং বিচার প্রক্রিয়া সম্পর্কিত  আনুষাঙ্গিক খরচের টাকা পেতে আর বাঁধা রইল না।
সম্প্রতি কলকাতা পুলিস এই সংক্রান্ত একটি ‘স্টান্ডার্ড অপারেটিং প্রসিডিয়র’ বা এসওপি  তৈরি করেছে। লালবাজারের সদ্য তৈরি  এই এসওপিতে বলা হয়েছে, এখন থেকে ভিনরাজ্যে অপরাধীকে গ্রেপ্তার করতে  গেলে হোটেলে থাকা-খাওয়া খরচ, যাতায়াতের জন্য বিমান ভাড়া, ওলা-উবর থেকে শুরু করে বেসরকারি গাড়ি ভাড়ার খরচ, ধৃত অপরাধীর জন্য ডাক্তার ও ওষুধের দাম থেকে মামলার জন্য ফটোকপি করার খরচ সব মিলবে। এমনকী মামলার জন্য পেশাদার বিশেষজ্ঞদের মতামত নিতেও আর গ্যাঁটের পয়সা খরচও করতে হবে না তদন্তকারী অফিসারকে। তবে এই টাকা পেতে আবেদন করতে হবে এসওপিতে বেঁধে দেওয়া নির্দিষ্ট  নিয়ম মেনেই। দৃশ্যত এই হেড তৈরির পর কলকাতা পুলিসের অফিসার মহলে খুশির হাওয়া।   

27th     January,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ