বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ছাদে গড়া বাগানের সবজিতেই মিড ডে মিল
সন্তোষপুরের স্কুলে অভিনব
উদ্যোগ শিক্ষক-পড়ুয়াদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুলের ছাদেই সব্জি বাগান। সেখানে ফলানো কপি, কুমড়ো থেকে টমেটো বা কাঁচা লঙ্কা। আর সেটা দিয়েই হচ্ছে মিড ডে মিলের রান্না। স্কুলের দেওয়াল, ক্লাসঘরে শিক্ষামূলক গ্রাফিতি। স্কুলজুড়ে নানা গাছের মেলা। সবমিলিয়ে পরিবেশ হয়ে উঠেছে অভিনব। সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠের ছাত্রীরা ছুটি নিয়ে বাড়িতে থাকার বদলে স্কুলে যেতেই এত বেশি আগ্রহী।
যাদবপুরের সুকান্ত সেতু দিয়ে সন্তোষপুরের দিকে যাওয়ার সময় আপনার চোখ উড়ালপুল লাগোয়া স্কুলের দিকে যেতে বাধ্য। স্কুলের সামনে লম্বা দেওয়ালজুড়ে সুন্দর গ্রাফিতি। সেই গ্রাফিতি যেন মুক্তির স্বাদ জানান দিচ্ছে। এই সুন্দর দেওয়াল চিত্র ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠের শুধু বাইরে নয়। স্কুলের ভেতরেও সব দেওয়ালে আছে। বাকি নেই কোনও ক্লাস ঘর। এমনকি সিঁড়িতেও শিক্ষামূলক বাণী। সেই নান্দনিকতায় আপনার চোখ আটকাতে বাধ্য। শুরুটা পেশাদার শিল্পী দিয়ে হলেও পরে সেই কাজে হাত দিয়েছেন এই স্কুলেরই ছাত্রীরা। তাঁদের তুলির টানে আরও আকর্ষনীয় হয়েছে স্কুলবাড়ি।
প্রধান শিক্ষিকা সর্বানী সেন বলছেন, লকডাউনের সময় আমদের কিছু কাজের জন্য স্কুলে আসতে হত। তখন আমদের মাথায় এই চিন্তা-ভাবনা আসে। ভাবি, করোনাকালে দীর্ঘ দিন গৃহবন্দী অবস্থায় কাটিয়ে মেয়ের স্কুলে আসবে। তাই, স্কুল বিমুখ যাতে না হয়, এমন পরিবেশ তৈরি করতে হবে। যাতে ভালোবেসে তাঁরা পড়াশুনো করে। তাই দেওয়াল চিত্র দিয়ে বাইরের কিছু দেওয়াল সাজাতে শুরু করি। ২০২২ সালে স্কুল স্বাভাবিক হলে ছাত্রীরাও সেই দেওয়াল চিত্রে তুলি টান দেন। সিঁড়ি বা দেওয়ালের বিভিন্ন অংশে বিশিষ্ট মানুষের বাণী লেখা হয়।
স্কুলের ছাদে শিক্ষিকা, অশিক্ষক কর্মী ও ছাত্রীদের হাতে গড়ে উঠেছে সুন্দর ছাদ বাগান। সেই বাগানটিও যথেষ্ট লোভনীয়। কাঁচা লঙ্কা, বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, গাজর, বিট, মুলো কী নেই! এমনকি সরষে চাষ হচ্ছে স্বল্পপরিসরের এই ছাদ বাগানে। হচ্ছে মাশরুমের চাষও। অপর শিক্ষিকা উজ্জয়িনী চক্রবর্তী বলেন, বাজার থেকে যা সব্জি কিনি, অধিকাংশই সার থাকে। তাই বাচ্চা মেয়েগুলির পাতে যদি একটু তরতাজা সব্জি তুলে দিতে পারি, তাতে খারাপ কী! এভাবেই শিক্ষিকা উজ্জয়িনী চক্রবর্তী, দিপালী মণ্ডল, শিবানী ঘোষ বিশ্বাসদের সঙ্গে ছাত্রী রিমঝিম বিশ্বাস, ত্রয়ী হালদার, শিপ্রা ঠিকাদাররা এই ছাদ বাগান সামলে চলেছেন। নবম শ্রেণির ছাত্রী রিমঝিম বিশ্বাস বলেন, বইয়ের পাতায় বাস্তবের শিক্ষা আর দেওয়াল চিত্রে কল্পনার শিক্ষা। এক অদ্ভুত অনুভূতি। নিজেদের হাতে সবটা করতে বেশ ভালো লাগে।
স্কুলের দেওয়ালে লন্ডন থেকে শুরু করে প্যারিসের সময় নির্ধারক ঘড়ি লাগানো আছে। রয়েছে সৌরজগৎ কিংবা মনীষীদের দেওয়াল চিত্র। বাড়ির পাশাপাশি স্কুলের চার দেওয়ালেও ছাত্রীরা খুঁজে পেয়েছেন তাঁদের 'দ্বিতীয় বাড়ি'।

27th     January,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ