বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

প্লাস্টিকের বোতল ফেলতে শহরের
রাস্তায় সেন্সর দেওয়া ডাস্টবিন 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্লাস্টিকের বোতল ফেলতে শহরের রাস্তায় রাস্তায় বসবে আধুনিক ডাস্টবিন। যেখানে শুধুমাত্র প্লাস্টিক বর্জ্য এবং ব্যবহৃত প্লাস্টিকের বোতল ফেলা যাবে। যা পুনর্ব্যবহারযোগ্য করা সম্ভব। চুরি আটকাতে ডাস্টবিনে থাকবে জিপিআরএস এবং সেন্সর। মঙ্গলবার শহরের একটি পাঁচতারা হোটেলে এই আধুনিক ডাস্টবিনের উদ্বোধন করেন পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম এবং শিল্পমন্ত্রী শশী পাঁজা। উপস্থিত ছিলেন রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিনহা, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র, সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দেবেন্দ্র সুরানা সহ অন্যান্যরা। 
জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থা এই বিন তৈরি করেছে। সংস্থাটি জানিয়েছে, আধুনিক এই ডাস্টবিনে বসানো হয়েছে সেন্সর। প্লাস্টিকের বোতল ফেললে তা জানিয়ে দেবে সেন্সর। পাশাপাশি, বিন ভর্তি হয়ে গেলে তাও জানা যাবে। তখন সংস্থার গাড়ি পরিত্যক্ত বোতল ও প্লাস্টিক বর্জ্য তুলে তা পুনর্ব্যবহারের জন্য নিয়ে যাবে। এদিন অনুষ্ঠানে এই ধরনের ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল ও জঞ্জাল থেকে বানানো একটি ছোট শাল ফিরহাদ হাকিম ও শশী পাঁজাকে উপহার দেয় সংস্থাটি। ফিরহাদ বলেছেন, ‘ওঁরা আমার কাছে এসেছিল। খুব ভালো প্রস্তাব দিয়েছে। দুর্দান্ত একটা জিনিস শহর সাফসুতরো রাখতে সাহায্য করবে। যত সংখ্যক ডাস্টবিন ওঁরা দেবেন সেগুলি শহরের বিভিন্ন জায়গায় বসানো হবে।’ শশী পাঁজা বলেছেন, ‘এটা অভিনব ডাস্টবিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় ‘ক্লিন অ্যান্ড গ্রিন’-এর ব্যাপারে উৎসাহ দেন। সেই লক্ষ্যে এটা বসানো গেলে তা শহর তথা রাজ্যকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবে।’ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১০০ কোটি টাকা বিনিয়োগ করে খড়্গপুরে রিসাইকল প্লান্ট বানানো হবে। তার জন্য সরকারের তরফ থেকে জমি মিলেছে।

25th     January,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ