বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

স্বাস্থ্যদপ্তরের ভুয়ো নিয়োগপত্র,
পুলিসের ভূমিকা নিয়ে অভিযোগ

নিজস্ব প্রতিনিধি কলকাতা: এবার স্বাস্থ্যদপ্তরে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ। প্রতারিত শেখর হেলা নামে এক যুবক। ইতিমধ্যেই তিনি বেলঘরিয়া থানায় সুখেন মাঝির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তবে সুখেন মাঝির বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ। বারাকপুর পুলিস কমিশনারেটের এক আধিকারিক বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। শেখর হেলাকে স্বাস্থ্যদপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সুখেন কয়েক দফায় চার লক্ষ টাকা নেন বলে অভিযোগ। শেখর হেলা জানান, সুখেন তাঁকে প্রথমে এন আর এস হাসপাতালের চারতলায় ইন্টারভিউয়ের জন্য নিয়ে যান। সেখানে তাঁর ইন্টারভিউও হয়। তাঁর কথায়, তাঁকে স্বাস্থ্যদপ্তরের ‘সরকারি প্যাডে’ নিয়োগপত্র দেওয়া হয়। কিন্তু তা নিয়ে স্বাস্থ্যদপ্তরে চাকরিতে যোগ দিতে গেলে বুঝতে পারি নিয়োগপত্রটি ভুয়ো। এরপরই সুখেন মাঝির বিরুদ্ধে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করি। তাও পুলিস কোনওরকম ব্যবস্থা নেয়নি।

2nd     December,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ