বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

থার্ড লাইন বিদ্যুৎহীন, পার্ক স্ট্রিটে
মেট্রো থমকে যাওয়ায় তীব্র উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদ্যুৎ বিভ্রাটের জেরে থমকে গেল মেট্রো। স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়ে পড়ে গোটা ট্রেনে। বৃহস্পতিবার বেলা ২টো ৫০ মিনিটে কবি সুভাষগামী একটি ট্রেন পার্ক স্ট্রিট স্টেশনে ঢোকার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় থার্ড লাইন। প্ল্যাটফর্মেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ওই এসি রেকটি। শেষমেশ আট মিনিট বাদে থার্ড লাইনে বিদ্যুৎ ফিরে আসে। আবার চলচে শুরু করে দক্ষিণমুখী মেট্রো। ওই সময়ে মেট্রোয় স্কুল ফেরত কচিকাঁচাদের ভিড়। সঙ্গে ছিলেন তাদের অনেকের অভিভাবক। এছাড়াও সাধারণ যাত্রীতে ঠাসা ছিল প্রতিটি কামরা। হঠাৎই বিদ্যুৎ সংযোগে বিঘ্ন ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। কলকাতা মেট্রো রেল সূত্রের খবর, ওই সময় ডাউনের থার্ড লাইনে আচমকা বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে থমকে যায় ট্রেন। রেল কর্তাদের দাবি, আট মিনিট পর অর্থাৎ দুপুর ২টো ৫৮ মিনিটে ফের বিদ্যুৎ ফিরে আসে। কোনও কারণে বিদ্যুতের লাইন ট্রিপ করে যাওয়ায় এই বিপত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিদ্যুৎ সংযোগ ফিরে আসতেই রেকটি কবি সুভাষের উদ্দেশ্যে রওনা হয়। মেট্রো কর্তাদের দাবি, বিদ্যুৎ বিভ্রাটের জেরে কোনও ট্রেন বাতিল হয়নি। কেননা, দুপুরের ওই সময়ে ১০ মিনিট অন্তর পরিষেবা চালু থাকে। ৮ মিনিটের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় বড়সড় প্রভাব পড়েনি। তবে এই সময় আপে থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক ছিল। ফলে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরমুখী রুটে মেট্রো চলাচল স্বাভাবিক ছিল। 

2nd     December,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ