বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

চুঁচুড়ায় বাড়ছে পর্যটক, ট্যুরিস্ট লজ গড়তে
রাজ্যের কাছে আবেদন পুরসভার

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির চুঁচুড়া সহ সংলগ্ন শহরগুলিতে রয়েছে বহু ইতিহাস প্রসিদ্ধ স্থান। সেই সঙ্গে একাধিক দ্রষ্টব্যও। চুঁচুড়া শহরেই রয়েছে ইতিহাসসমৃদ্ধ ইমামবাড়া, হাজী মহম্মদ মহসীনের সমাধি। রয়েছে প্রাচীন ব্যান্ডেল চার্চ। কিছুটা দূরে বাঁশবেড়িয়ায় রয়েছে শতাব্দীপ্রাচীন হংসেশ্বরী মন্দির। পার্শ্বস্থ চন্দননগর, শ্রীরামপুর ইত্যাদি শহরে এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়ে গিয়েছে ডাচ, ফরাসী, পর্তুগিজদের ঔপনিবেশিক শাসনের নানা স্মারক। এরকম একটি এলাকায় স্বাভাবিকভাবেই সারা বছর পর্যটকদের আনাগোনা লেগে থাকে। শীতের মরশুমে ভিড় আরও বেশি হয়। পর্যটনের জন্য এই এলাকার জনপ্রিয়তা দিনে দিনে বেড়ে চলেছে। অথচ এই বিস্তীর্ণ এলাকায় পর্যটকদের রাত্রিযাপনের জন্য কোনও সরকারি ব্যবস্থা নেই। বেসরকারি হোটেল গুটিকয়েক থাকলেও তা মোটেও সুলভ নয়। শুধু ব্যান্ডেল বা চুঁচুড়া নয়, আশপাশের শহরগুলিতেও পর্যটকদের রাত্রিযাপনের কোনও ব্যবস্থা নেই। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, সরকারি কোনও গেস্ট হাউস বা হোটেল থাকলে অনেক সুবিধা হয়। তাতে সপরিবারে ভ্রমণে আসার ক্ষেত্রে পর্যটকদের উৎসাহ যেমন বাড়বে, তেমনই এর ফলে স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে। চুঁচুড়া পুরসভা সূত্রে খবর, এই এলাকায় সরকারি গেস্ট হাউসের জন্য আবেদন আগেও একাধিকবার করা হয়েছে সরকারের কাছে। কিন্তু তারা কোনও উচ্চবাচ্য করেনি। সেই উদ্যোগ পুনরায় শুরু হয়েছে বলে সম্প্রতি পুরসভা সূত্রে জানা গিয়েছে। 
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, বেশি পরিচিত জায়গাগুলি ছাড়াও চুঁচুড়ায় এসে পর্যটকরা বন্দেমাতরম ভবন, রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত জায়গা, অবধুতের কালীমন্দির, দেবানন্দপুরে কথাশিল্পী শরৎচন্দ্রের বাড়ি ইত্যাদি দ্রষ্টব্য স্থানে ঘুরতে যেতে চান। কিন্তু রাত্রে থাকার সুব্যবস্থা না থাকায় খুব বেশি হলে তিন-চারটি জায়গা ছাড়া আরও কোথাও যেতে পারেন না তাঁরা। তাই তাঁদের দাবি, বিষয়টিতে নজর দিক রাজ্য সরকার। পর্যটনের উন্নতি এখন রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকারের বিষয়। তাহলে এখানে কেন সরকারি ট্যুরিস্ট লজ ও অন্যান্য সুব্যবস্থা হবে না? এই প্রেক্ষিতে চুঁচুড়া পুরসভা ফের প্রস্তাব পাঠিয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তরকে। সেই সঙ্গে পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেনকে এ নিয়ে আবেদন করা হয়েছে। পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেন, সম্প্রতি পর্যটন মন্ত্রীর সঙ্গে আমার এ বিষয়ে কথা হয়েছে। 
বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির

2nd     December,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ