বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

হাড়ে ক্যান্সার, কিশোরের হাত 
বাঁচাল কলকাতা মেডিক্যাল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাম বাহুতে বিরাট টিউমার। এক ধরনের বোন ক্যান্সার—কন্ড্রোসারকোমা। এতটাই মারাত্মক, হাত বাদ দেওয়াই ছিল ১৫ বছরের কাঁথির কিশোর সুমন দাসকে বাঁচানোর উপায়।কিন্তু, তাতে বাকি জীবনটাই বিশেষভাবে সক্ষম হয়ে কাটাতে হতো। ২০২৩-এ আবার রয়েছে তার জীবনের এখনও পর্যন্ত সবচেয়ে বড় পরীক্ষা—মাধ্যমিক। এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার করে পেল্লাই সাইজের টিউমারটি বাদ দিলেন কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। হাতের মাংসপেশির একটি বড় অংশ অক্ষত রেখে টিউমারটি বাদ দেওয়ায় সেই হাত ফিরবে স্বাভাবিক ও কর্মক্ষম চেহারায়। এমনই দাবি করছেন চিকিৎসকরা। এখানকার অর্থোপেডিক বিভাগের ইউনিট ইনচার্জ অধ্যাপক কৌশিক বন্দ্যোপাধ্যায়, সহকারী অধ্যাপক ডাঃ সৈকত সাউ প্রমুখ মঙ্গলবার এই অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারটির নাম হল ‘লিম্ব স্যালভেজ সার্জারি’। অন্যতম অস্ত্রোপচারকারী চিকিৎসক সৈকতবাবু বলেন, বাম বাহুর বগলের পাশে যেখানে টিউমারটি হয়েছে, তার পাশেই হার্ট। একটু এদিক-ওদিক হলেই রক্তপাতে রোগীমৃত্যুর আশঙ্কা থাকে। টিউমারটির ঠিক পাশেই ছিল ব্র্যাকিয়া ধমনি এবং নিউরোভাসকুলার ব্যান্ডেল। ফলে অস্ত্রোপচারে সামান্য গণ্ডগোল হলে বাহু তথা হাতে পচন ধরার আশঙ্কাও ছিল। এটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ অপারেশন ছিল। 

1st     December,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ