বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

তিন অগ্নিকাণ্ডে পুড়ল দোকান, কারখানা 

নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও সংবাদদাতা, উলুবেড়িয়া: বুধবার হাওড়ার তিনটি জায়গায় অগ্নিকাণ্ড ঘটেছে। পুলিস জানিয়েছে, কোনও ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিন লিলুয়ায় বেলুড় রোডে একটি প্লাস্টিক কারখানা, ডোমজুড়ে একটি তুলোর গুদাম এবং শ্যামপুরে ৯টি দোকান ভস্মীভূত হয়েছে।
বুধবার সকালে বেলুড় রোডে একটি প্লাস্টিক কারখানা থেকে ধোঁয়া বেরতে দেখেন বাসিন্দারা। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। তাদের চারটি ইঞ্জিন ঘণ্টা দু’য়েকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি। তবে কারখানায় প্রচুর দাহ্যবস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল বলে দমকলের অনুমান। কারখানায় এলপিজি গ্যাস সিলিন্ডার ও অক্সিজেন সিলিন্ডারও ছিল বলে তারা জেনেছে। 
এরপর এদিন দুপুরে ডোমজুড়ের লক্ষ্মণপুরে একটি তুলোর গুদাম ও একটি কারখানায় আগুন লাগে। ঘটনার সময় গুদামে আটজন কর্মী কাজ করছিলেন। তাঁরা সুস্থভাবেই বেরতে সক্ষম হন। এখানেও দমকলের মোট চারটি ইঞ্জিন কাজ করে। মূলত দাহ্যবস্তুতে এলাকা পরিপূর্ণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে দমকলের অনুমান। স্থানীয় সূত্রের খবর, কারখানায় মোটর চালিয়ে তুলো বানানোর কাজ হয়। ওই মোটর থেকেই কোনওভাবে শর্টসার্কিট হয়েছিল কি না, জানার চেষ্টা করছে পুলিস। 
দুপুরেই আগুন লাগে শ্যামপুর থানার হোগলাসি মোড়ে। সেখানে পুড়ে গিয়েছে মোট নয়টি দোকান। স্থানীয় মানুষের অনুমান, একটি চায়ের দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে। দোকানগুলি গায়ে গায়ে থাকায় সবক’টিই দাউদাউ করে জ্বলে ওঠে। 
সেগুলির মধ্যে দু’টি রেস্তোরাঁও ছিল। সেই দু’টি পুড়ে গিয়েছে। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন একেবারে বেলাগাম হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভাতে শুরু করেন। পরে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছে আগুন আয়ত্তে আনে।  নিজস্ব চিত্র

1st     December,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ