বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বরানগরে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুকে ঘিরে
তুমুল বিক্ষোভ, বন্ধ হাসপাতালের পরিষেবা


 

বরানগর, ২৯ নভেম্বর: হস্টেলের ঘরে ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। বরানগর ন্যাশনাল ইনস্টিটিউট অফ অর্থোপেডিক হাসপাতালের হোস্টেলে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল। ওই হাসপাতালের ডাক্তারি পড়ুয়াদের দাবি, গতকাল, সোমবার রাতে হস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় প্রিয়রঞ্জন সিংকে দেখতে পাওয়া যায়। তবে হাসপাতালে এমার্জেন্সি পরিষেবা না থাকায় ও সময় মতো অ্যাম্বুলেন্স না পাওয়ায় চিকিৎসা করানো যায়নি প্রিয়রঞ্জনের। পরে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় ওই পড়ুয়ার। সেই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই উত্তেজনা দেখা দিয়েছে। হাসপাতালের গেট বন্ধ রেখে বিক্ষোভ চালাচ্ছে ছাত্র-ছাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বরানগর থানার পুলিস। কিন্তু সেখানে পুলিস গেলেই তাঁদের ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা। হাসপাতালের গেট বন্ধ ও পরিষেবা বন্ধ রেখে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েছেন ছাত্র-ছাত্রীরা। যদিও কর্তৃপক্ষের দাবি, গত জুলাই মাসে ওই পড়ুয়াকে র‌্যাগিং করেছিল সিনিয়াররা। সেই কারণেই আত্মহত্যা কিনা তদন্ত শুরু করতে চাইলেও হোস্টেলের ভিতরে প্রবেশ করতে পারছে না পুলিস। ওই এলাকায় মন্ত্রী ও তৃণমূল নেতারা গেলেও পরিস্থিতি শান্ত হয়নি। পড়ুয়াদের দাবি সমস্যার কথা শুনতে আসতে হবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীকে। হাসপাতালে ভিতরে ঢুকতে পারছেন না রোগীরা। তাই বাধ্য হয়ে হাসপাতালের বাইরে চিকিৎসা করছেন ডাক্তারেরা। বাইরে অস্থায়ীভাবে রোগী দেখা চলছে। এখনও পর্যন্ত ১০ জন রোগীকে চিকিৎসকরা দেখেছেন বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার।

29th     November,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ