বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

শিক্ষক প্রশিক্ষণ পরীক্ষায় প্রশ্ন
ফাঁসের অভিযোগ, শুরু তদন্ত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষক প্রশিক্ষণের (ডিএলএড পার্ট-টু) লিখিত পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠল। সোমবার ডিএলএড ২০২০-২২ ব্যাচের ফাইনাল পরীক্ষা শুরু হয়। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রথম দিনে পরীক্ষা শুরুর আগে হোয়াটসঅ্যাপে একটি প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। খবর যায় প্রাথমিক শিক্ষা পর্ষদে। পুলিসের সাইবার শাখায় অভিযোগ দায়ের হবে বলে জানায় পর্ষদ। পর্ষদ সভাপতি অধ্যাপক গৌতম পাল দাবি করেন, ‘একটি অসাধু চক্র আমাদের বদনাম করার উদ্দেশ্যে এসব করছে। সাইবার পুলিসে অভিযোগ দায়ের হবে। পাশাপাশি আমরাও তদন্ত কমিটি গড়ব। সিদ্ধান্ত যেটাই হোক না কেন তা হবে ছাত্রছাত্রীদের স্বার্থে।’ 
প্রাথমিকভাবে জানা গিয়েছে, মুর্শিদাবাদের একটি কেন্দ্র থেকে ডিএলএডের প্রশ্ন হোয়াটসঅ্যাপে ছড়িয়েছে। এই ঘটনাকে ‘ফাঁস’ বলতে নারাজ পর্ষদ। গৌতমবাবুর দাবি, পরীক্ষা শুরুর পর ইন্টারনেটের মাধ্যমে প্রশ্ন বাইরে বেরলে ফাঁস বলা যায় না। ছাত্রছাত্রীরা মোবাইল বাইরে রেখে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছে। অতএব, কারও হাতেই প্রশ্ন যায়নি। পরীক্ষার্থীদের একাংশের দাবি, পরীক্ষা শুরু হয়েছে দুপুর ১২টায়। একঘণ্টা আগে যা হোয়াটসঅ্যাপে দেখা গিয়েছে, সেই প্রশ্নেই হয়েছে পরীক্ষা।  উল্লেখ্য, প্রায় ৪৬ হাজার ছাত্রছাত্রী রাজ্যের ১৬০টি কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছেন। বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলিতে দুর্নীতির কথা মাথায় রেখে এবার সরকারের অধীন স্কুল-কলেজে পরীক্ষা নিচ্ছে পর্ষদ। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার নির্ধারিত পরীক্ষা হবে। সোমবারের পরীক্ষা কি বাতিল হবে? প্রশ্নের সরাসরি উত্তর মেলেনি। গৌতমবাবু বলেন, ‘সরকারকে কালিমালিপ্ত করার একটা চেষ্টা চলছে। স্বচ্ছতা মেনে পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে পর্ষদ। ৪৬ হাজার পরীক্ষার্থীর সবাই কি প্রশ্ন জেনে পরীক্ষা দিচ্ছেন?’ 
এদিন ডিএলএডের প্রশ্ন হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ার খবর গিয়েছে স্কুলশিক্ষা দপ্তরে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন দিনভর ছিলেন বিধানসভার অধিবেশনে। তিনি এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। পর্ষদের বক্তব্য, এদিনের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়ার সময় ছাত্রস্বার্থের কথা মাথায় রাখা হবে। গৌতমবাবু বলেন, ‘এটা বিশ্বাসঘাতকতা। পরীক্ষা ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। বাতিল নিয়ে এখনই কিছু বলছি না।’  বাঙুরের একটি পরীক্ষাকেন্দ্রের বাইরে প্রার্থীদের জমায়েত। -নিজস্ব চিত্র

29th     November,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ