বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

‘টুইন টাওয়ার’ দেখতে ভিড়
কল্যাণীতে, অতিষ্ঠ বাসিন্দারা

সংবাদদাতা, কল্যাণী: মালয়েশিয়ার টুইন টাওয়ারের আদলে তৈরি কল্যাণীর আইটিআই মোড়ের দুর্গাপুজোর মণ্ডপ দেখতে বৃহস্পতিবার একাদশীর দিনেও ছিল উপচে পড়া ভিড়। পুজোর দিনগুলিতে কলকাতার বাইরে কোনও শহরের একটি পুজোয় দিনে কয়েক লক্ষ মানুষের ভিড় নজিরবিহীন বলেও অনেকে মনে করছেন। তবে লুমিনাস ক্লাব ও ব্যবসায়ী সমিতি পরিচালিত এই পুজোতে ভিড়ের চাপে পুজোর কটা দিন সন্ধ্যার পর থেকে শহরের প্রধান রাস্তাগুলিতে ট্রাফিক ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। পাঁচ মিনিটের পথ যেতে সময় লেগে যায় আধ ঘণ্টার 
উপর। বিশেষ করে হাজার হাজার টোটোয় অবরুদ্ধ হয়ে যায় রাস্তা। নিরিবিলি শহর কল্যাণীর বাসিন্দারা এই পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত নন। ফলে অনেকেই বিরক্ত হন। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। যদিও অন্য একপক্ষের দাবি, পুজোর সময় এমন ভিড় শহরের মর্যাদা বাড়াচ্ছে। তবে ভিড়ের চাপ সামলাতে পুলিসের লাঠিচার্জ, হুড়োহুড়ি করে লাইনে যেতে গিয়ে রাস্তার পাশের ড্রেনে পড়ে যাওয়া, পুজো উদ্যোক্তাদের সঙ্গে দর্শকদের হাতাহাতির বিক্ষিপ্ত ঘটনাও ঘটেছে উৎসবের দিনগুলিতে। সব মিলিয়ে এই পুজো ঘিরে উদ্যোক্তারা যেমন সুনাম কুড়িয়েছেন, তেমনই দর্শক এবং শহরবাসীর একাংশের সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁদেরকে। এই বিষয়ে ওই পুজোর অন্যতম উদ্যোক্তা অরূপ মুখোপাধ্যায় বলেন, পুজোর কটা দিনের এই ভিড় সকলকেই একটু মানিয়ে নিতে হয়। ভিড় যে হবে, সেটা আমরাও আশা করেছিলাম। তবে এত মানুষ আমাদের মণ্ডপ দেখতে আসবে, সেটা ভাবিনি। 
এই পুজো ছাড়াও ভিড় ছিল কল্যাণী শহরের রথতলা, মণিমেলা পার্ক এবং স্কোয়ার পার্কের পুজো মণ্ডপে। তাছাড়া কল্যাণী মহকুমা এলাকায় শান্তিতেই কেটেছে পুজোর দিনগুলি। তবে সোমবার, অষ্টমীর দিন সকালে গয়েশপুরের একটি পুজো মণ্ডপে আগুন লেগে যায়। বি আর আম্বেদকর ক্লাবের ওই মণ্ডপে পুজো চলাকালীন মণ্ডপের উপরের অংশে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। বিষয়টি নজরে আসতেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় দমকলে। এরপর দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় মন্ডপের বেশ কিছুটা অংশ পুড়ে যায়। কীভাবে এটি ঘটল, তা এখনও জানা যায়নি। তবে বাজির আগুন থেকে নাকি শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে, তা খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা। -ফাইল চিত্র

7th     October,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ