বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ডিজের তাণ্ডব ম্রিয়মাণ

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বিক্ষিপ্ত কিছু ছোট ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই অতিবাহিত হল হুগলির শারদোৎসব। এবার পুজোকে কেন্দ্র করে সবচেয়ে বেশি আশঙ্কা ছিল শব্দদানব ডিজের তাণ্ডব ঘিরে। কিন্তু শেষ পর্যন্ত ইতস্তত কিছু অভিযোগ ছাড়া শব্দদানবের তাণ্ডব হুগলিতে দেখাই যায়নি। জেলা পুলিস ও প্রশাসন দাবি করেছে, কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে পুজো অতিবাহিত হয়েছে। এবারের পুজো মরশুম শুরু থেকেই ডিজে সহ শব্দদানবের আশঙ্কা তৈরি হয়েছিল হুগলির শহর এবং গ্রামীণ, দুই এলাকাতেই। বিশ্বকর্মা পুজোর পরে সেই আতঙ্ক আরও বৃদ্ধি পায়। যদিও তৎপর ছিল প্রশাসন। একইসঙ্গে হুগলির ডিজে ও বাজি বিরোধী মঞ্চও। তবে গ্রামীণ পুলিসে তিনটি এবং কমিশনারেট এলাকার তিনটি অভিযোগ ছাড়া শব্দদানব ম্রিয়মাণই ছিল।  হুগলির বাজি ও ডিজে বিরোধী মঞ্চের কর্মকর্তা গৌতম সরকার বলেন, পুলিস ও প্রশাসনের তৎপরতা ও সার্বিক জনসচেতনতার কারণে এবারের পুজো মরশুমে শব্দদানব সমস্যা তৈরি করতে পারেনি। এটি একটি দৃষ্টান্ত। আমরা চেষ্টা করব প্রশাসনিক সহযোগিতায় শব্দদানবের তাণ্ডবকে শূন্যে নামিয়ে আনার। অন্যদিকে, কোন্নগরের পল্লিশ্রীর বারোয়ারিতে নবমীর দিন আচমকা প্যান্ডেলে আগুন ধরে যায়। সেখানে খড়ের প্যান্ডেল তৈরি করা হয়েছিল। উদ্যোক্তা সূত্রে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। তবে ওই বারোয়ারির সদস্য এবং দমকলের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে প্যান্ডেলের কোনও ক্ষতি হয়নি। প্রতিমাও অক্ষত ছিল। তবে কোন্নগরেই এবার ব্যবস্থা করা হয়েছিল দূষণমুক্ত বিসর্জনের। পুরসভার চেয়ারম্যান স্বপন দাস জানান, লোকনাথ ঘাটে একটি কুণ্ড তৈরি করে সেখানেই প্রথমে প্রতিমাকে হোস পাইপ দিয়ে গঙ্গার জলে ধুইয়ে দেওয়া হয়। এরপর সেই কুণ্ডর জল পরিশোধন করে গঙ্গায় ফেলা হয়েছে। ফলে কোনওরকম দূষণ এবার গঙ্গায় ছড়াতে পারেনি।

7th     October,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ