বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

নিম্নচাপের বৃষ্টির দোসর নিষেধাজ্ঞা
ইছামতীতে ভিড়ে ভাটা

সংবাদদাতা, বসিরহাট: নিম্নচাপের বৃষ্টির মধ্যেও টাকি ইছামতী নদীর পাড়ে পর্যটক ও দর্শনার্থীদের ভিড় হল। তবে ইছামতীতে কীভাবে হবে প্রতিমা বিসর্জন– তার রূপরেখা আগেই ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর ফ্ল্যাগ মিটিংয়ে নির্ধারিত হয়ে গিয়েছিল। সেই মতো বুধবার বিজয়া দশমী উপলক্ষে সকাল থেকেই টাকি ইছামতীর পাড় থেকে গোটা শহরটাই ছিল প্রশাসনের নজরদারিতে। কড়া নজরদারির মধ্যেই ইছামতী নদীর পাড়ে প্রবেশ করতে হয় স্থানীয় দর্শনার্থী থেকে শুরু করে বাইরে থেকে আসা পর্যটকদের। ২০১১ সালের পর থেকে টাকি ইছামতী নদীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই দেশের মিলনোৎসবের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এবছরও প্রতিমা ভাসান ও নদীতে ভ্রমণের জন্য মাত্র ১৭০টি নৌকাকে অনুমতি দেওয়া হয়েছে বলে জানান টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়। তার প্রতিফলনও দেখা গেছে ইছামতী পাড়ে। ভাটা পড়েছে পর্যটকদের ভিড়ে।
এদিন বসিরহাট ডক ঘাট থেকে নৈহাটি পর্যন্ত ইছামতী সেতুর নীচ দিয়ে বিস্তীর্ণ পথ নদী পথে ভ্রমণ করতে দেখা যায় ছোট-বড় অসংখ্য নৌকাকে। কোভিডের কারণে দু’বছর ঘরবন্দি হয়ে থাকার পরে, এবছর বসিরহাট ইছামতী নদীর বুকে বিজয়া দশমীর ঐতিহ্যকে ধরে রাখার জন্য বাড়তি উন্মাদনা নজরে পড়ে। বিজয়া দশমী উপলক্ষে এবছরই প্রথম নদীর পাড়ে ইছামতী বরণের আয়োজন করা হয়েছিল বসিরহাট পুরসভার উদ্যোগে।

7th     October,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ