বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

নীলকণ্ঠ না উড়লেও দুর্গাপুজোয়
বর্ণময় বারুইপুরের রায়চৌধুরীরা

সংবাদদাতা, বারুইপুর: নেই জমিদারি প্রথা। বিসর্জনের সময়ে নীলকণ্ঠ পাখি ওড়ানোর রীতি রয়েছে পরিবারে। কিন্তু এবারও বারুইপুরের রাসমাঠে ৩৫০ বছরের রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজোতে ওড়েনি সেই পাখি। পরিবারের সদস্যরা চেষ্টা করেও তা জোগাড় করতে পারেননি। তবে শুধু নীলকণ্ঠ ছাড়া আর যাবতীয় বিসর্জন পর্ব সমাধা হল জমিদারি প্রথার ঐতিহ্য, জাঁকজমক মেনেই।
পুজোর মতোই রায়চৌধুরী পরিবারের বিসর্জন পর্ব ছিল বর্ণময়। দক্ষিণ ২৪ পরগনা জেলার হটোর, মগরাহাট, ডায়মন্ডহারবার থেকে আসে বাহকদের দল। মা দুর্গাকে দালান থেকে বাইরে এনে মাঠের মধ্যেই বরণ পর্ব সারা হয়। পরিবারের মহিলারা ছাড়াও আশপাশের মহিলারা হাজির হয়েছিলেন তাতে অংশ নিতে। এরপর ২০-৩০ জন বাহক মা দুর্গাকে বাঁশে করে কাঁধে তুলে পায়ে হেঁটে রওনা দেন সদাব্রত ঘাটে। রুপোর ছাতা, পাখা, চামর দিয়ে মা দুর্গাকে হাওয়া দিতে দিতে নিয়ে যান বাহকরা। পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকার বাসিন্দারা হেঁটে এই শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। চারদিকে উলুধ্বনি, ঢাক-ঢোল, শাঁখ বাজানোর আওয়াজ। বুধবার বিসর্জনের শোভাযাত্রায় ছিলেন পরিবারের সদস্য অমিয়কৃষ্ণ রায়চৌধুরী, পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী। বিসর্জন দেখতে সদাব্রত ঘাটে ভিড় জমিয়েছিল কয়েকশো মানুষ। জটলা ছিল চিত্রগ্রাহকদেরও। সবারই আগ্রহ ছিল নীলকণ্ঠ পাখিকে ঘিরে। কিন্তু অমিয়কৃষ্ণবাবু জানিয়ে দেন, তা এবারও হচ্ছে না। তাতে একটু নিরাশ হয় উপস্থিত জমায়েতের মানুষজন। শেষে জমিদারি প্রথা মেনে বিসর্জনপর্ব দেখেই সাধ মেটাতে হয় এলাকার বাসিন্দাদের।
বিসর্জনের পথে বারুইপুরের রায়চৌধুরীদের প্রতিমা। -নিজস্ব চিত্র

7th     October,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ