বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

কল্যাণীর ‘টুইন টাওয়ার’ দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা

সংবাদদাতা, কল্যাণী: অস্বাভাবিক ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতির জেরে কল্যাণীর দুর্গাপুজো মণ্ডপ ‘মালয়েশিয়ার টুইন টাওয়ার’এ দর্শক প্রবেশ নিষিদ্ধ করল পুলিস-প্রশাসন। শনিবার ষষ্ঠীর সন্ধ্যায় জনসমুদ্রের আকার নেওয়া এই মণ্ডপে ভিড় সামলাতে কালঘাম ছুটে যায় পুলিসের। পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। এই বিপত্তির মধ্যেই আবার মণ্ডপের একাংশে শর্ট সার্কিট হয়ে যায়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তা নিয়ে জরুরি বৈঠক করে পুলিস ও উদ্যোক্তারা মণ্ডপে দর্শক প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। মাইকে তা প্রচার করাও শুরু হয়। তখনও মণ্ডপ চত্বরে কয়েক হাজার মানুষের ভিড়। নিষেধাজ্ঞা জারি হওয়ার পরও কাতাতে কাতাতে মানুষ মণ্ডপমুখী ছিল। পুজো আয়োজন স্থলের অনেক আগে থেকেই তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপত্তি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্যোক্তারা সহযোগিতা করেছেন। ষষ্ঠীর দিনের মণ্ডপ-প্রতিমা দর্শন বন্ধ রাখা হলেও, আজ সপ্তমীর দিন প্রশাসন কী সিদ্ধান্ত নেয়, সেটা জানার জন্য উদগ্রীব হয়ে রয়েছে পুজোপ্রেমীরা। প্রসঙ্গত, এর আগে দুর্গাপুজোয় অস্বাভাবিক ভিড়ের জেরে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কের ‘বিশ্বের বড় দুর্গা’এবং উত্তর কলকাতার শ্রীভূমির মণ্ডপে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে ভিড়ের জেরে দর্শক প্রবেশ নিষিদ্ধ হওয়ার ঘটনা শহরতলিতে এই প্রথম। 
চতুর্থীর দিন থেকে এই কল্যাণীর এই মণ্ডপ ছিল দর্শকদের মূল আকর্ষণ। কল্যাণী তথা নদীয়া জেলা থেকে তো বটেই আশপাশের জেলা এমনকী কলকাতা থেকেও দর্শনার্থীরা আসছিলেন এই মণ্ডপে। ভিড় সামলাতে ড্রপ গেট সহ আরও নানা ব্যবস্থা করেও পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হচ্ছিল পুলিস এবং উদ্যোক্তারা। পঞ্চমীর রাতেও মণ্ডপে ঢোকার লাইনে রেষারেষির জেরে দু’দল দর্শনার্থীর মধ্যে তুমুল মারামারি হয়। জখম হয় বেশ কয়েকজন দর্শক। পুলিস এবং র‌্যাফ নামিয়ে কোনওভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আইটিআই মোড় ব্যবসায়ী সমিতি ও লুমিনাস ক্লাবের পরিচালনায় এই বছরে কল্যাণীর পুজোযর মূল আকর্ষণএই টুইন টাওয়ার ও তার চোখ ধাঁধানো আলোকসজ্জা। প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে প্রচার হয়েছে জোরদার। এরপর মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করার পর খুলে দেওয়া হয় মণ্ডপের দ্বার। তারপর থেকেই শুরু হয় দর্শনার্থীদের ভিড়। মণ্ডপে ঢোকার মুহূর্তে মাঝেমধ্যেই হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হচ্ছে। তাতে যে কোন সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। ভিড় সামলাতে অবশ্য আগে থেকে কিছুটা প্রস্তুতি নিয়েছিল পুলিস-প্রশাসন। কিন্তু সেই প্রস্তুতি কোনও কাজে আসেনি।  কাতারে কাতারে মানুষ তিনদিকের রাস্তা ধরে মন্ডপে আসতে থাকেন। যা সামাল দিতে পুলিসকে হিমশিম খেতে হয়। সেই পরিস্থিতি সামলাতেই দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। 

--

2nd     October,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ