বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

রামকৃষ্ণ আশ্রমে দশভুজা
রূপে পূজিত হন মা সারদা
বরানগর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বরানগর শ্রীশ্রীরামকৃষ্ণ আশ্রমে (কাচের মন্দির) সারদা মায়ের মূর্তিকেই দুর্গা রূপে পুজো করা হয়। পুজোর চারদিন মায়ের চারটি রূপ পূজিতা হয় এখানে। সপ্তমীতে থাকে সারদা মায়ের রাজরাজেশ্বরী বেশ। মাথায় সোনার কিরীট। অঙ্গে বেনারসি ও নানা আভরণ। অষ্টমীতে মায়ের যোগিনী বেশ। জটাজুট ভূষিতা, গৈরিকধারিনী, শিব স্বরূপিণী, তপস্বিনী উমা। নবমীর দিন কন্যা বেশ। আর দশমীতে সারদা মায়ের ষোড়শী বেশ। তবে এই আশ্রমে দেবীর বিসর্জন হয় না। দশমীতে মায়ের ঘট নিরঞ্জন করা হয়। এভাবে চারদিন নানা বৈচিত্রের মধ্য দিয়ে শেষ হয় আশ্রমিক পুজো ও অনুষ্ঠান পর্ব।
১৯৪৫ সালে আশ্রম প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দদেব সারদা মায়ের প্রতিকৃতিকে দুর্গা রূপে পুজোর প্রচলন করেন। তাঁর উপলব্ধিতে সারদামণি কোনও সাধারণ মা নন। তিনি স্বামী বিবেকানন্দের বর্ণিত ‘জ্যান্ত দুর্গা’। তিনি লক্ষ্মী। তিনি সরস্বতী। ১৯৫৫ সাল থেকে সারদা মায়ের দ্বিভুজা মৃন্ময়ী মূর্তিকেই দুর্গাপুজোর সময় দশভুজা দুর্গা রূপে পুজো করা হয়। বরানগর  রামকৃষ্ণ আশ্রমে ১৯৫৮ সাল থেকে সারদা মূর্তিতে দুর্গাপুজো হয়ে আসছে।  নিত্য পূজিতা সারদা মায়ের মূর্তিটিকেই লক্ষ্মী ও সরস্বতী রূপে পুজো করা হয়ে থাকে এখানে। আশ্রম প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দদেব একদা যে ভাব, ভক্তি ও প্রাণের অনুরাগ দিয়ে বরানগর শ্রীশ্রীরামকৃষ্ণ আশ্রমে সারদা রূপে দুর্গার পুজো শুরু করেছিলেন, তা আজও অব্যাহত। আশ্রমের তরফে স্বামী সত্যপ্রকাশানন্দ শনিবার জানান, প্রথা মেনে এখনও প্রতি বছর দশমীর দিন ঘট নিরঞ্জনের পর দুপুরে আশ্রম প্রাঙ্গণে লাঠি খেলা, তলোয়ার খেলা, ধুনুচি নাচ ইত্যাদি অনুষ্ঠিত হয়। তাতে অংশ নেন বিভিন্ন সন্ন্যাসী, ব্রহ্মচারী ছাড়াও আশ্রমিকরা। এসব দেখতে ভিড় জমান দূরদুরান্ত থেকে আসা বহু মানুষজন।

2nd     October,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ