বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

গঙ্গার ঘাটে দাঁড় করানো স্কুটি,
জলে চিকিৎসকের দেহ
বেলুড়ে দানা বাঁধছে রহস্য, নিখোঁজ ১

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গঙ্গার ঘাটে দাঁড় করানো রয়েছে স্কুটি। এক পাশে পড়ে জামা কাপড়।  শনিবার সকালে ঘাটের পাশে জলে ভাসতে দেখা গেল এক চিকিৎসকের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে বেলুড় থানা এলাকার জগন্নাথ ঘাটে। মৃত চিকিৎসকের নাম সৌরভ সাহারায়। বয়স ২৫ বছরের আশেপাশে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আরও একটি মৃতদেহ মেলার সম্ভাবনা রয়েছে গঙ্গা থেকে। যদিও এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু করেছে বেলুড় থানার পুলিস। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, বেলুড়ের লালাবাবু সায়র রোডের  বাসিন্দা ডাঃ সৌরভ। শুক্রবার গভীর রাতে আবাসনের বন্ধু রৌনককুমার গুঞ্জনের সঙ্গে বেলুড় জগন্নাথ ঘাটে আড্ডা দেওয়ার জন্য বের হন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তারা। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে স্কুটিটি দাঁড়িয়ে থাকতে দেখেন গঙ্গার ঘাটে। স্থানীয় বাসিন্দারা পরে গঙ্গার পাড়ে আটকে থাকতে দেখেন ওই চিকিৎসকের মৃতদেহটি। 
পাশে পড়ে থাকা জামাকাপড় থেকে উদ্ধার হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের একটি পরিচয় পত্র। তা দেখেই চিহ্নিত করা হয় ওই চিকিৎসককে। এদিকে, সৌরভের দেহ মিললেও, ডুবুরি নামিয়েও খোঁজ মেলেনি রৌনকের।
প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, রাতে ঘাটে বসে গল্প করছিল দুজন। বাড়ি থেকে বেরিয়ে সেই ঘাটে আসার সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। এরপর সম্ভবত দুজনে স্নান করতে নেমেছিলেন। তখনই জলের টানে তলিয়ে যায় তারা। যদিও তারা মদ্যপ অবস্থায় ছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন তদন্তকারীরা। চিকিৎসক সৌরভ সাহা রায়ের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস।

25th     September,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ