বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

দেগঙ্গার কিছু পকেটে ডেঙ্গুর প্রকোপ
নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ ব্লক প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ২০১৭ সালে দেগঙ্গায় ডেঙ্গু সংক্রমণ মারাত্মক আকার নিয়েছিল। তারপর থেকে ব্যাপক সংক্রমণ না হলেও চলতি বছরে এখানকার নির্দিষ্ট কয়েকটি পকেটে ডেঙ্গু সংক্রমণ নিয়ে চিন্তায় প্রশাসনের কর্তারা। দেগঙ্গা ব্লকের মধ্যে দু’টি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি সমীক্ষা ও সচেতনতা প্রচারের কাজ শুরু হয়েছে। প্রশাসনের কর্তারা বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। পাশাপাশি জমা জল চিহ্নিত করে কীটনাশক ও লার্ভনাশক ছড়ানোর কাজ চলছে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছর দেগঙ্গা ব্লকে মোট ৩১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে ব্লকের মধ্যে হাদিপুর ঝিকরা­-১ ও ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় ডেঙ্গুর প্রকোপ কিছুটা বেশি। অসুস্থদের মধ্যে সিংহভাগ সুস্থ হয়ে উঠেছেন। দেগঙ্গা হাসপাতালে দু’জন চিকিৎসাধীন। দেগঙ্গার হাদিপুর ঝিকরা‑১ ও ২ গ্রাম পঞ্চায়েত ও চৌরাশির নুরনগর এলাকাকে নিয়ে পৃথক মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। ডেঙ্গু মশার লার্ভা নষ্ট করার জন্য লাগাতার অভিযান চালানো হচ্ছে। ভিআরপি (ভিলেজ রিসোর্স পার্সন), আশাকর্মী ও স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে ৬০ জনের প্রতিনিধি দল তৈরি করা হয়েছে। তাঁরা হাদিপুর ঝিকরা সহ উপদ্রুত এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের বাড়ি পরিদর্শন করছেন। তাছাড়া আশপাশের এলাকায় কোথাও জল জমে রয়েছে কি না, তাও পরিদর্শন করছেন। দেগঙ্গার বিডিও সুব্রত মল্লিক বলেন, হাদিপুর ঝিকরা এলাকায় গত এক সপ্তাহে ডেঙ্গুর প্রকোপ কিছুটা বেড়েছে। সেকারণে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয়দের সচেতন করার পাশাপাশি লার্ভানাশক স্প্রে করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক নজর রাখা হয়েছে।
পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি বলেন, নুরনগর এলাকায় দু’জন আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মিটিং করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে সার্ভের কাজও চলছে। দেগঙ্গা ব্লক ফিল্ড সুপারভাইজার আকতারুল মোল্লা জানান, রোজ সচেতনতা প্রচারের কর্মসূচি চলবে। 

25th     September,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ