বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

 স্বয়ং মেয়রের ওয়ার্ডে জলচুরি,
এফআইআর বিধাননগর পুরসভার

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর ওয়ার্ডে জলচুরির ঘটনায় কড়া আইনি পদক্ষেপ করল পুরসভা। ফেরুল বদলে যাঁরা জলচুরি করছিল, সেই বাড়ির দুই অভিযুক্তের বিরুদ্ধে বিধাননগর (পূর্ব) থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পুরসভার এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বৃহস্পতিবার অভিযোগ দায়ের করেন। এই ঘটনার ফলে আশপাশের এলাকায় পানীয় জল পরিষেবার সমস্যা দেখা দিয়েছিল বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে, সল্টলেকের বি জে ব্লকের একটি পরিবারের দুই সদস্য নিজেরাই জলের সংযোগকারী ফেরুল বদলে অতিরিক্ত পানীয় জল পেতে চুরি শুরু করেছিল। পুরসভাকে না জানিয়ে ৬ এম এম-এর বদলে ১৫ এম এম ব্যাসের ফেরুল লাগিয়ে পাকাপাকিভাবে জলচুরির নয়া পরিকাঠামো গড়ে তুলেছিল।  সল্টলেকের এই ব্লকটি বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীর ওয়ার্ড। তিনি খবর পেয়ে মেয়র পারিষদ (জল) তুলসী সিনহা রায়কে বিষয়টি তদন্ত করে দেখতে বলেন। তুলসীদেবী ঘটনাস্থলে যান। তারপর হাতেনাতে ওই কারচুপি ধরে ফেলেন। ব্যবহৃত ফেরুল বাজেয়াপ্তও করেন। তারপর বাড়ির দুই সদস্যকে পুরসভায় ডেকে পাঠানো হয়েছিল। তাঁরা না জেনে কাজটি করেছেন বলে পুরসভাকে যুক্তি দিয়েছেন। পুরসভা জানিয়েছে, নিয়মানুযায়ী ৬ এম এম ফেরুল বদলাতে চাইলে আবেদন জানাতে হয়। বর্তমানে সর্বোচ্চ ১০ এম এম ব্যাসের ফেরুল দেওয়া হচ্ছে। কিন্তু, ওই পরিবার পুরসভাকে অন্ধকারে রেখে নিজেরা বেআইনিভাবে ১৫ এম এম বসিয়ে দিয়েছিল। পরিকল্পনা করেই ওই পরিবার এই বেআইনি কাজ করেছে বলে মনে করছে পুর কর্তৃপক্ষ। প্রথমে তাদের জরিমানা করার পরিকল্পনা হয়েছিল। কিন্তু, পরে সিদ্ধান্ত বদলে থানায় এফআইআর দায়েরের সিদ্ধান্ত হয়। বিধাননগর পুরসভার মেয়র পারিষদ (জল) তুলসী সিনহা রায় বলেন, প্রতিটি নাগরিক যাতে সঠিকভাবে পর্যাপ্ত পানীয় জল পান, আমরা সব সময় সেই চেষ্টা করি। এরপরও কেউ যদি জলচুরি করেন তাহলে এই কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। 

20th     August,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ